Abhishek Banerjee: সোমবারই সিজিও কমপ্লক্সে তলব, নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির নজরে অভিষেক

আগামী সোমবারই সিজিও কমপ্লক্সে হাজিরার নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। আগামী সোমবারই সিজিও কমপ্লক্সে হাজিরার নির্দেশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। উল্লেখ্য এর আগেও গত ৩ অক্টোবরই 'লিপস অ্যান্ড বাউন্স' মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ইডির পক্ষ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করেন অভিষেক। মঙ্গলবার অভিষেকের নেতৃত্বে ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে দিল্লিতে কর্মসূচি ছিল অভিষেকের। ফলত সেদিন যে তিনি যাবেন৷ না সে বিষয় আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক। তৃণমূলের অভিযোগ, কর্মসূচির কথা জেনেই ওইদিন অভিষেকে হাজিরা দিতে বলে ইডি। হাজিরা এড়াতে বিশেষ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে, ৩ অক্টোবর অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তাকে। ২৭ সেপ্টেম্বর অভিষেকের হাজিরা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই নাম না করে এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। এক্ষেত্রে অবশ্য নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি তিনি।

সূত্রের খবর, হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে বিষয়টি উত্থাপন করতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলা চলছে।

Latest Videos

অন্যদিকে এবার ইডির নিশানায় অভিষেকের স্ত্রী রুজিরাও। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি৷ আগামী সপ্তাহেই তৃণমূল সেনাপতির স্ত্রীর বয়ান রেকর্ড করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহতেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাক পড়তে পারে রুজিরার। জানা যাচ্ছে তদন্তে উঠে আসা নথি তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবা করা হবে রুজিরাকে। উল্লেখ্য এর আগেও লিপস অ্যান্ড বাউন্স মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিলেন ইডি। যদিও ইডির ডাক সত্ত্বেও কেউই হাজিরা দেননি৷ এবার এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক স্ত্রী রুজিরার বয়ান প্রয়োজনীয় বলেও উল্লেখ করেছে ইডি।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury