
ডেঙ্গির কবলে পড়ে আরও এক মর্মান্তিক মৃত্যু ঘটল শহর কলকাতায়। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃত ব্যক্তির নাম পরশ সাউ, বয়স হয়েছিল ৬৩ বছর।
মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে ডেঙ্গি রোগের উল্লেখ করেছেন চিকিৎসকরা। তবে তাঁর শরীরে আরও অন্যান্য উপসর্গও ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মৃত পরশ সাউ পশ্চিম বড়িশার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, ২৯ সেপ্টেম্বর, শুক্রবার তাঁর শারীরিক অবস্থা জটিল হতে থাকায় ওইদিন রাত্রিবেলা তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন পরিবারের মানুষজন। তিন দিন চিকিৎসা চলার পর সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।