মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা বনি সেনগুপ্তর, নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় নথি সমেত ইডির দফতরে অভিনেতা

মঙ্গলবার ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি বনি।

Web Desk - ANB | Published : Mar 14, 2023 7:14 AM IST / Updated: Mar 14 2023, 12:53 PM IST

গত বৃহস্পতিবারের জেরার পর ফের মঙ্গলবার অভিনেতা বনি সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন বনি সেনগুপ্ত। এদিন মূলত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতেই নির্দেশ দেওয়া হয়েছিল অভিনেতাকে। ইডির নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ইডির দফতরে হাজির হলেন অভিনেতা। বনি সেনগুপ্তর বিলাসবহুল ৪০ লাখি ল্যান্ড রোভার গাড়ি নিয়ে ধোঁয়াশা ক্রমেই বেড়েছিল। সেই গাড়ির নির্দিষ্ট কাগজপত্র নিয়েই এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। উল্লেখ্য গত বৃহস্পতিবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ১০ ঘন্টা জেরা করা হয় তাঁকে। মঙ্গলবার ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি বনি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই তাঁর নাম পেয়েছে ইডি। মোটা টাকা লেনদেন হয়েছিল। বনি সেনগুপ্ত নিয়েই জানিয়েছেন তাঁকে গাড়ি কেনার জন্য কুন্তল ৩৫-৪০ লক্ষ টাকা দিয়েছিল। সেই টাকাতেই তিনি নামী সংস্থার গাড়ি কিনেছিলেন। যদিও সেই গাড়ি তাঁর কাছে নেই। পাঁচ বছর সেই গাড়ি চড়ার পরেই তিনি তা বেচে দেন। কিন্তু ইডি এবার সেই বেচে দেওয়ার গাড়ির যাবতীয় নথি সমেত ইডিকে ডেকে পাঠিয়েছে। মঙ্গলবারই কাগজপত্র নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Share this article
click me!