ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে অ্যাডিনোভাইরাস, কলকাতায় এই ভাইরাসে আক্রন্ত হয় মৃত আরও এক

অ্যাডিনোভাইরাসের ভয়াবহতা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল। কোভিডের পর এই ভাইরাসের জেরে মহামারির পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে অ্যাডিনো ভাইরাস। গত রভিবার পর্যন্ত অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ছিল ১১। দিন দিন সংখ্যাটা আরও বাড়ছে। বুধবার শহরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরো একজনের। গত এক এক সপ্তাহ যাবৎ কলকাতার পিয়ারলেসে ভর্তি ছিল ওই কিশোরী। প্রাথমিকভাবে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল সে। ক্রমশ গুরুতর হয়ে ওঠে বছর তেরোর ওই কিশোরীর শারীরিক অবস্থা। অবশেষে বুধবার হাসপাতালেই মৃত্যু হয় তার। ঘটনায় উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে অ্যাডিনোভাইরাসের ভয়াবহতা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল। কোভিডের পর এই ভাইরাসের জেরে মহামারির পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

হাসপাতাল সূত্রে খবর মৃত কিশোরীর বয়স তেরো বছর। তার বাড়ি খড়গপুরে। মেয়েটির নাম ঊর্জাসাথী রায়চৌধুরী। প্রবল জ্বর ও শ্বাসষ্টের সমস্যা নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১৬ ফেব্রুয়ারি ঊর্জাসাথীর দেহে অ্যাডিনোভাইরাসের উপস্থিতি মেলে। ক্রমশ অবনতির দিকেই যেতে থাকে তার শারীরিক অবস্থা। পরবর্তীকালে অবস্থা আরও খারাপ হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে থাকাকালীনই নতুন করে নিওমোনিয়া ধরা পড়ে ঊর্জাসাথীর। অবশেষে বুধবার ২২ ফেব্রুয়ারি হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরীর।

Latest Videos

করোনা পরিস্থিতি সবে নিয়ন্ত্রণে এসেছে, এর মধ্যেই ভয় ধরাচ্ছে অ্যাডিনোভাইরাস। ইতিমধ্যেই কলকাতায় হানা বসিয়েছে এই ভাইরাস। কিছুদিন আগেই কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয় মৃত্যু হয় এক শিশুর। ঘটনা ঘিরে ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলে। জানা যাচ্ছে পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু কন্যা। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল ওই শিশু। গত বৃহস্পতিবারই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরে জানা যায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল শিশুটী। ঘটনা ঘিরে রীতিমত আতঞক ছড়িয়ে পড়ে শহরে। তবে এর আগেও এক শিশুর শরীরে অ্যাডিনো ভাইরাসের হদিশ মেলার জল্পনা তৈরি। কলকাতার বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিউমোনিয়ায় আক্রান্ত এক পাঁচ মাসের বাচ্চাকে। হাসপাতালেই মৃত্যু হয় ওই শিশুর। তবে তার শরীরে অ্যাডিনো ভাইরাসের হদিশ মিলেছিল কি না সেবিষয় হাসপাতাল সূত্রে নিশ্চিত ভাবে কিছু জানানো যায়নি। শনিবারই অ্যাডিনো ভাইরাসের ভয়াবহতা নিয়ে আলোচনায় বসেছিলেন মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষ এবং স্বাস্থ্য আধিকারিকরা। নতুন করে এই ভাইরাসে কোনও জিনগত মিউটেশন ঘটেছে কি না সেবিষয়ও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন - 

প্রাইমারি স্কুলের শিক্ষিকা হয়েও পড়াতে যেতেন না বহুদিন, এবার বন্ধ করে দেওয়া হল অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বেতন

ফুটপাত ভাড়া নিলে গুনতে হয় রোজ ৭০০ থেকে ৮০০ টাকা, দখল করা ফুটপাতের দাম শুনলে চোখ কপালে উঠবে

সকাল থেকেই মেঘলা আকাশ, ভ্যাপসা গরমের মাঝেই কি বৃষ্টির সম্ভাবনা বঙ্গে?

Share this article
click me!

Latest Videos

'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results