সংক্ষিপ্ত
সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি ভ্যাপসা গরম। গতকালের তুলনায় বাড়ল তাপমাত্রাও।
আরও বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষেই ভ্যাপসা গরমের সাক্ষী বাংলা। গত কয়েকদিন ধরেই রাজ্যে ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির শুরুতে খানিকটা শীতের আমেজ থাকলেও মাস শেষ হওয়ার আগেই বঙ্গ থেকে পাকাপাকভাবে বিদায় নিল শীত। শেষ কয়েকদিন ধরেই ভ্যাপসা আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেরও। যদিও বেশ কিছু জেলায় আরও কিছুদিন থাকবে শীতের প্রভাব। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় রীতিমত ঘামছে শহরবাসী। গতকালের তুলনায় আজ আরও বাড়ল শহরের তাপমাত্রা। তবে সকাল থেকেই মুখ ভার আকাশের। রাজ্যের বেশ কিছু স্থানে আকাশ মেঘলা। তবে এক্ষুনি বৃষ্টির সম্ভাবনা আছে কি না সে নিয়ে পরিষ্কার করে কিছু জানায়নি হাওয়া অফিস। তবে গতকাল পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল।
সকাল থেকেই মেঘলা আকাশের পাশাপাশি ভ্যাপসা গরম। গতকালের তুলনায় বাড়ল তাপমাত্রাও। এই মুহূর্তে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। গোটা সপ্তাহ জুড়েই বাড়বে তাপমাত্রা। গতকালের তুলনায় ২ ডিগ্রি বেড়ে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ।
গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেশি। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় দু'ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরম সম্ভাবনা নেই। আজ সকাল থেকেই কমেছে কুয়াশার প্রভাবও। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশির দিকেই থাকবে। লক্ষনীয় বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের আধিক্য। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আজ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে প্রায় ৯৪ শতাংশ। ফলত, প্রায় সারা দিন জুড়েই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আরও পড়ুন -
'অন্য ভাষা শিখুন কিন্তু বাংলাকে ভুলে নয়', একুশের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
ফেব্রুয়ারির শেষেই ভ্যাপসা গরম, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি বেশি