Suvendu vs Mamata:নন্দীগ্রামের পর এবার বিধানসভা নির্বাচনে হটসিট ভবানীপুর। তেমনই গুঞ্জন রাজ্যরাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আবারও প্রার্থী হতে চান বিজেপির শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘনিষ্টদের কাছে তিনি তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন। তবে দলই শেষ সিদ্ধান্ত নেবে এই বিষয়টাও সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু। কিন্তু তিনি যে ভবানীপুরে প্রার্থী হতে বিন্দুমাত্র পিছপা নন তাও স্পষ্ট করে দিয়েছেন।
26
নন্দীগ্রামে মমতা
গত বিধানসভা নির্বাচনে চেনা ছক ভেঙে মমতা বন্দ্যোপাধ্য়ায় আচমকাই অধিকারীদের গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে লড়াই করেছিলেন। জেতার ব্যাপারে তিনি এতটাই আশাবাদী ছিলেন যে দ্বিতীয় কোনও আসনে প্রার্থী হননি। প্রচারে গিয়ে পায়ে চোটও পেয়েছিলেন। এত কিছুর পরেও শেষরক্ষা হয়নি। হেরে গিয়েছিলেন মমতা। যদিও শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক রয়েছে। মামলাও চলছে।
36
এবার মমতার খাস তালুকে শুভেন্দু !
শুভেন্দুর কথা প্রশ্ন উঠছে এবার কি মমতার খাসতালুক হিসেবে পরিচিত ভবানীপুরে আসবেন লড়াই করতে। একাধিন জনসভায় শুভেন্দু অধিকারী বলেছেন, 'আগেরবারে নন্দীগ্রামে হারিয়েছিলাম এবার ভবানীপুরে হারাব।' তবে তিনি হারাবেন না দল মমতাকে ভবানীপুরে হারাবে তা স্পষ্ট করেননি শুভেন্দু। তবে বিধানসভা ভোট যথন আসন্ন তখন প্রশ্নটা উঠছেই।
ইংল্যান্ডে মমতা বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ডাক্তারি ছেড়়ে তিনি রয়েছেন পশ্চিমবঙ্গে, থুড়ি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের খাসতালুক ভবানীপুরে নিজের বাড়িতে। বিজেপির মিছিলেও হেঁটেছেন। মমতার বিরুদ্ধে তিনি প্রার্থী হতে পারেন এমনটাও শোনা যাচ্ছে। কিন্তু বাধ সাধছে তাঁর নাগরিকত্ব। তিনি খাতায় কলমে এখনও ব্রিটিশ নাগরিক। তিনি এখনও এদেশের নাগরিক নন।
56
শুভেন্দুর বার্তা
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই রাজনীতিকে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মীদের কথায় মমতা তাঁকে মন্ত্রী করেছেন সাংসদ করেছেন। কিন্তু এখন শুভেন্দু তাঁর বিরোধিতা করছেন। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতিতে মমতার বিরুদ্ধে সরব হচ্ছেন। বিজেপির নেতাদের মধ্যে তিনি সবথেকে বেশি মমতার বিরুদ্ধে সরব। তাই বিজেপিতেও গুঞ্জন এবারও মমতার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকেই দাঁড় করাতে পারে মোদী-শাহরা।
66
বিধানসভা ভোট
আগামী বছর গোড়ার দিকেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের শাসক বিরোধী -সব শিবিরেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কোথায় প্রার্থী হবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে এখনও কোনও দলই প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। কিন্তু কাটাছেঁড়া শুরু হয়েছে সব দলেই।