বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের অন্যতম হল কালিপুজো। দুর্গোৎসবের পর থেকেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি। মূলত ধনতেরাসের দিন থেকে ভাইফোঁটা- টানা চলতে থাকে উৎসব। এবার কালীপুজোর দিন বাড়তি ভিড় সামাল দিতে সতর্ক হল রেল কর্তৃপক্ষ। নিল নয়া উদ্যোগ। ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালু করল রেল। এবার শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ- রানাঘাট, শিয়ালদহ- বারুইপুর শাখায় চলবে ট্রেন। দেখে নিন সময়।