কালীপুজোর দিন শিয়ালদহ শাখায় চলবে বাড়তি ট্রেন, এক ক্লিকে দেখে নিন ট্রেনের সময়সূচি

Published : Oct 18, 2025, 05:01 PM IST

দুর্গোৎসবের পর কালীপুজোর ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ এক নতুন উদ্যোগ নিয়েছে। যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ- বারুইপুর শাখায় বিশেষ ট্রেন চালানো হবে। 

PREV
15

বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। এই পার্বনের অন্যতম হল কালিপুজো। দুর্গোৎসবের পর থেকেই শুরু হয়ে যায় কালীপুজোর প্রস্তুতি। মূলত ধনতেরাসের দিন থেকে ভাইফোঁটা- টানা চলতে থাকে উৎসব। এবার কালীপুজোর দিন বাড়তি ভিড় সামাল দিতে সতর্ক হল রেল কর্তৃপক্ষ। নিল নয়া উদ্যোগ। ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালু করল রেল। এবার শিয়ালদহ-বারাসত, বনগাঁ-বারাসত, শিয়ালদহ- রানাঘাট, শিয়ালদহ- বারুইপুর শাখায় চলবে ট্রেন। দেখে নিন সময়।

25

সোমবার রাত সাড়ে এগারোটায় ছাড়বে শিয়ালদহ- ডানকুনি। ডানকুনি পৌঁছাবে রাত ১২টা ১৫ মিনিটে। আবার ডানকুনি থেকে ট্রেনটি রাত ১২টা ২৫ মিনিটে ছাড়বে। রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহে পৌঁছানোর কথা।

35

শিয়ালদহ- বারাসত স্পেশ্যাল ট্রেন সোমবার রাত ১২টা ১০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। বারাসতে পৌঁছাবে রাত ১২টা ৫৫ মিনিটে। বারাত থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ১০ মিনিটে। শিয়ালদহে পৌঁছাবে রাত ১টা ৫৫ মিনিটে।

45

বনগাঁ- বারাসত বিশেষ ট্রেন সোমবার রাত সাড়ে ১২টায় বনগাঁ থেকে ছাড়বে। বারাসতে পৌঁছাবে রাত দেড়টায়। বারাসত থেকে ট্রেন রাত ২টোয় ছাড়বে। বনগাঁ পৌঁছাবে রাত ৩টে ৮ মিনিটে।

55

শিয়ালদহ- বারুইপুর স্পেশাল ট্রেন রাত সাড়ে বারোটায় শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছাবে। আবার ট্রেনটি রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। শিয়ালদহে রাতে পৌঁছাবে ২টো ১০ মিনিটে। কালীপুজোর দিন মিলবে বিশেষ সুবিধা।

Read more Photos on
click me!

Recommended Stories