এসএসসি দুর্নীতিতে ব্যাপক ভাবে জর্জরিত তৃণমূলের জীবন, আদালতে চার্জশিট জমা দিয়ে বিস্ফোরক ইডি

Published : Oct 19, 2025, 07:34 AM IST

ED On Jiban Krishna Saha: এসএসসি নিয়োগ দুর্নীতি  কাণ্ডে সরাসরি ভাবে যুক্ত রয়েছেন  বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এবার আদালতে চার্জশিট জমা করল ইডি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ইডির চার্জশিটে জীবনকৃষ্ণ সাহা

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় আগেও একবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। সেই মামলায় জামিন পাওয়ার পরই চলতি বছরের অগাস্ট মাসে ফের  ইডির হাতে  গ্রেফতার হন তৃণমূল বিধায়ক  জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার বিধায়ক  গ্রেফতারের ৬০ দিন পর আদালতে চার্জশিট জমা করল ইডি।  

25
ইডির চার্জশিটে কী দাবি?

শনিবার আলিপুর ব্যাঙ্কশাল আদালতে  প্রায় ৮০ পাতার একটি চার্জশিট জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই চার্জশিটে তৃণমূলের  জীবনের বিরুদ্ধে  এসএসসি দুর্নীতি কাণ্ডে একাধিক অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে তার  নামে-বেনামে বহু সম্পত্তি ক্রয় করে রাখার। চার্জশিটে মোট ১২টি সম্পত্তির কথাও জানিয়েছে ইডি। 

35
চাকরি বিক্রির অভিযোগ

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে আগেই উঠেছিল  চাকরি বিক্রির অভিযোগ। সিবিআই তাকে গ্রেফতার করলেও সেই মামলায় জামিন পেয়ে যান জীবন। এরপর চললতি বছরের অগাস্ট মাসে তার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সময় নিজের ব্যবহৃত মোবাইল ফোন পুকুরে ফেলে দিন তৃণমূল বিধায়ক। পরে সেটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে  ইডি। এবং গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণ সাহাকে। 

45
নামে-বেনামে সম্পত্তি জীবনের

এই বিষয়ে আগেই আদালতে ইডির আইনজীবী জানিয়েছিলেন যে, প্রচুর লেনদেন হয়েছে স্ত্রী, বাবার অ্যাকাউন্ট এ। নিজের ক্ষেত্রে বলছে বাবা গিফট করেছে। স্ত্রী বলছেন চাকরি করে আয় করা টাকা। তিনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। ড্রেনে মোবাইল ফেলে দেওয়া হয়েছিল। জীবনকৃষ্ণ মূল চক্রী। নগদে কিংবা ব্যাংক একাউন্ট এ টাকা জমা নেওয়া হয়েছে। স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও টাকা জমা পড়েছে। বয়ান দিয়েছেন অনেকেই এই ব্যাপারে।

55
দুর্নীতির টাকা পরিজনদের মধ্যে ভাগ

তদন্তে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ মেলে। ইডির অভিযোগ, ৪৬ লক্ষ টাকার অস্বচ্ছ আর্থিক লেনদেন হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার নামে মোট ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেখান থেকে টাকা তোলা ও স্থানান্তর হয়েছে। ইডির দাবি, মোট ৪৬ লক্ষ টাকার লেনদেন ধরা পড়েছে। এর মধ্যে- ১ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা, ১.৯৫ লক্ষ টাকা, ১২ লক্ষ টাকা (যার মধ্যে ৫ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছিল), ১১.৫ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা। এই সমস্ত লেনদেন হয়েছিল ২০২০ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে করা হয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories