- Home
- West Bengal
- West Bengal News
- DA মামলার রায় ঘোষণা কবে? দীপাবলিতে হল না, এবার নতুন জল্পনা নভেম্বর মাস নিয়ে
DA মামলার রায় ঘোষণা কবে? দীপাবলিতে হল না, এবার নতুন জল্পনা নভেম্বর মাস নিয়ে
রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে দীপাবলির আগে। কিন্তু এই যাত্রায় আর তা হল না।

হতাশ রাজ্য সরকারি কর্মীরা
রাজ্য সরকারি কর্মীদের জন্য দীপাবলির আগে আর কোনও সুখবর এল না। কারণ রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে দীপাবলির আগে। কিন্তু এই যাত্রায় আর তা হল না।
দীপাবলির ছুটি
সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে ২০ অক্টোবর অর্থাৎ আগামিকাল সোমবার থেকে। সুপ্রিম কোর্ট খুলবে আগামী ২৫ অক্টোবর। তাই দীপাবলির আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করছে না। তাই প্রশ্ন কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় কবে ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। দীর্ঘ দিন ধরে আইন লড়াই চালিয়ে ক্লান্ত রাজ্য সরকারি কর্মীরা। তারা একটা হেস্তনেস্ত চাইছেন এবার।
নভেম্বরে রায়?
দীপাবলির আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা হল না। তাই রাজ্য সরকারি কর্মীদের আশা নভেম্বরে যদি সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করে! কিন্তু তা নিয়ে সুপ্রিম কোর্ট এখনও স্পষ্ট কোনও কিছুই বলেন। সুপ্রিম কোর্ট ২৫ তারিখে খুললেও অক্টোবরে আর ডিএ মামলার রায় ঘোষণা করা হবে না বলেই ধরেই নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
চলতি বছরই ডিএ মামলার রায়
রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা এবার নভেম্বরে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে। না হলে চলতি বছর ডিএ মামলার রায় ঘোষণা হবে। এই বছরের মধ্যেই একটা রফা হতে পারে বলেও আশা রাজ্য সরকারি কর্মীদের।
ডিএ মামলার বর্তমান অবস্থা
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্য সহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে। আর সেই কারণেই দীপাবলির আগে রায়দান হতে পারে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে তা হল না। কবে রায়দান হতে পারে সেই সংক্রান্তও কোনও ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে।

