'নগ্ন করে ছাড়ব..'! আর জি করের পর এবার ভাইরাল আরেক সরকারি হাসপাতালের ভয়ঙ্কর ছবি

Published : Aug 15, 2024, 03:48 PM ISTUpdated : Aug 15, 2024, 04:13 PM IST
Viral Video

সংক্ষিপ্ত

ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামে এক জুনিয়র চিকিৎসক তুমুল চিৎকার করছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তাঁর দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বারিন রায়ের কাছে চিকিৎসা করান।

কেঁচো খুঁড়তে গিয়ে ক্রমশ কেউটে বের হয়ে পড়ছে। ক্রমশ নগ্ন হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নগ্ন চেহারা। এবার সামনে আসল রাজ্যের অন্যতম বিখ্যাত ডেন্টাল কলেজ আর আহমেদ কলেজের বিক্ষোভের ছবি। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কলেজের অন্যতম বড় মাথা চিকিৎসক বারিন রায়কে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামে এক জুনিয়র চিকিৎসক তুমুল চিৎকার করছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। তাঁর দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বারিন রায়ের কাছে চিকিৎসা করান। তার রোগীর তালিকায় কে নেই! রাজ্যের মান্যগণ্য সব নামই তাঁর কাছে চিকিৎসা করান বলে দাবি ওই জুনিয়র ডাক্তারের।

ওই চিকিৎসক আরও বলেন পদ আর ক্ষমতা পেয়ে সব লুটেপুটে খেয়েছেন তাঁর সিনিয়র চিকিৎসক। এতদিন পদে থেকে, ক্ষমতার কাছাকাছি থেকেও কেন জুনয়ারদের চাকরির ব্যবস্থা করতে পারেননি তিনি। কেন হস্টেল নেই, কেন জুনিয়রদের প্রয়োজনীয় সুযোগসুবিধা দেওয়া হয় না। এই সব ইস্যু তুলে ধরে চিৎকার করতে দেখা যায় জুনিয়র চিকিৎসকদের। এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

রাজু নামের ওই চিকিৎসকের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে ওই কলেজের অন্যান্য জুনিয়র চিকিৎসকদেরও। তবে এই ভিডিওটি যে পুরোনো, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন যদি অভিযোগগুলি সত্যি হয়, তাহলে ধামাচাপা পড়ল কীভাবে! কীভাবে ধামাচাপা দেওয়া হল! কেন আরও বড় মাপের আন্দোলনে গেলেন না জুনিয়র চিকিৎসকরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ