সোমবার বিকেলে আন্দোলনে সামিল হওয়া জুনিয়র চিকিৎসকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই দাবি পূরণে মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন তাঁরা।
আরজি-কর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদকারী জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবায় কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরে আবারও আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জুনিয়র ডাক্তাররা। পাঁচ দফা দাবি ছাড়াও তারা রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য পরিচালক (ডিএইচএস) এবং স্বাস্থ্য শিক্ষার পরিচালকের (ডিএমই) পদত্যাগ দাবি করেছে।
সোমবার বিকেলে আন্দোলনে সামিল হওয়া জুনিয়র চিকিৎসকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেন। এই দাবি পূরণে মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি করের চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন শুরু করেন। বিচারের দাবিতে তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আরজি করের সামনেও একটা পোস্ট আছে। রাজ্য সরকার দাবি না মেনে ডাক্তারের কাজে ফেরানোর চাপ দিলেও হার মানেনি জুনিয়র চিকিৎসকরা কাজে ফেরেননি তারা।
এমন পরিস্থিতিতে সোমবার শুনানিতে এই প্রসঙ্গ উঠলে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, অবিলম্বে চিকিৎসকদের কাজে ফিরতে হবে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের ফিরতে হবে। যদি ফেরত না আসে, সুপ্রিম কোর্ট রাজ্যের কোনও পদক্ষেপে আর হস্তক্ষেপ করবে না। এর আগে পুলিশ কমিশনারের পদত্যাগ-সহ নানা দাবিতে লালবাজারে ঝড় তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের পাঁচ দফা দাবি হলো-
১) আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত চিহ্নিত করা, অপরাধের পেছনের উদ্দেশ্য এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২) প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার করা।
৩) সুপ্রিম কোর্টের মন্তব্যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ 'ব্যর্থ প্রমাণিত' হয়েছে।
৪) রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৫) ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং রাজ্যের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।