'রেপ-টেপ তো সব জায়গাতেই হয়'! - ফের ডোনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড়

Published : Sep 10, 2024, 09:55 AM ISTUpdated : Sep 10, 2024, 09:59 AM IST
Dona

সংক্ষিপ্ত

আরজি কর কাণ্ড প্রসঙ্গে মুখ খুলে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বললেন, 'রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…'।

আর আন্দোলন না করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই হয়ত চোখ খুলে গিয়েছে সমাজের একাংশ শিল্পীর। ক্যামেরার সামনে হাসি হাসি মুখে সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি যা বললেন, তা সারমর্ম সেরকমই দাঁড়ায়।

কী বললেন ডোনা ?

আরজি কর কাণ্ড প্রসঙ্গে মুখ খুলে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বললেন, 'রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…'। সোমবার বিকেলে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে পাওয়া গেল প্রথিতযশা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে। এদিনের নিত্য উৎসবের শুভ উদ্বোধনের পাশাপাশি বর্ধমানবাসীর সামনে 'তাসের দেশ' নৃত্যনাট্য পরিবেশন করেন ডোনা ও তাঁর দীক্ষা মঞ্জরির ছাত্রছাত্রীরা।

তবে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হতেই বেফাঁস ডোনা। এদিন সুপ্রিম কোর্টে তরফে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ডোনাকে। তিনি জবাবে বলেন, 'এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?'

ডোনা আরও বলেন, 'এটা তো আমাদের গর্ব বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে'।

দেখতে দেখতে আরজি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাস! সুপ্রিম রায়ে অনেকেই হতাশ। তবে থামছে না প্রতিবাদ! গোটা বাংলা এক স্বরে বলছে 'জাস্টিস অফ আরজি কর'। পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সব স্তরের মানুষ। আরজি করের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনাকে সপ্তাহ তিনেক আগে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে বিতর্কে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী