Air India Express: এবার বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক

Published : Jun 15, 2025, 09:10 PM ISTUpdated : Jun 15, 2025, 09:20 PM IST
air india express

সংক্ষিপ্ত

Netaji Subhash Chandra Bose International Airport: আমেদাবাদে বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর দেশের বিভিন্ন প্রান্তে আকাশপথে বিপত্তি দেখা যাচ্ছে। এবার কলকাতা বিমানবন্দরেও সমস্যা তৈরি হল।

Technical snag in Air India Express flight: কয়েকদিন আগেই আমেদাবাদে (Ahmedabad) এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Flight) ভেঙে পড়ে ২৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবার কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express flight) বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গেল। রবিবার সকাল সাতটায় কলকাতা বিমানবন্দর থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad, Uttar Pradesh) হিন্দন বিমানবন্দরের (Hindon Airport) উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল আইএক্স ১৫১১ (Flight IX 1511) উড়ানের। সকাল ৯টা বেজে ২০ মিনিটে হিন্দন বিমানবন্দরে এই বিমান অবতরণের কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য সাত ঘণ্টা বিলম্ব হয়। এ বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের কলকাতা-হিন্দন উড়ানে বিলম্ব হয়েছে। যে বিমান নির্দিষ্ট করা হয়েছিল, সেই বিমানে যান্ত্রিক ত্রুটির জন্য উড়ানে বিলম্ব হল।’

উড়ানে বিলম্ব হওয়ায় সমস্যায় যাত্রীরা

বিমানে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সে বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই উড়ানে সাত ঘণ্টা দেরি হওয়ায় অনেক যাত্রী সমস্যায় পড়েন। সকাল ১০টা বেজে ২০ মিনিটে এই বিমানেরই হিন্দন থেকে গোয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বেলা ১২টা বেজে ৫৫ মিনিটে গোয়া পৌঁছনোর কথা ছিল এই বিমানের। কিন্তু কলকাতা থেকে এই বিমান নির্দিষ্ট সময়ে হিন্দন বিমানবন্দরে পৌঁছতে না পারায় হিন্দন-গোয়া উড়ান বাতিল করা হয়। যে যাত্রীদের হিন্দন থেকে গোয়া যাওয়ার কথা ছিল, তাঁদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়। যে যাত্রীরা যাত্রার সময় বা তারিখ বদলাতে চেয়েছেন, তাঁদের জন্য সেই ব্যবস্থা করা হয়েছে। যাঁরা যাত্রা বাতিল করতে চেয়েছেন, তাঁদের সেই সুযোগ দেওয়া হয়েছে। এর জন্য বাড়তি টাকা নেওয়া হয়নি।

এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক

এয়ার ইন্ডিয়ার উড়ানে বারবার সমস্যা হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বোয়িংয়ের সব বিমানই পরীক্ষা করে দেখা হচ্ছে। এর জন্য সব উড়ানেই বিলম্ব হতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা