Kunal Ghosh: এবার কি সিনেমা করছেন কুণাল ঘোষ? বড় পর্দায় আসছেন তৃণমূল নেতা

Published : Jun 15, 2025, 04:40 PM IST
Kunal Ghosh

সংক্ষিপ্ত

Kunal Ghosh: এবার সিনেমায় নামছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিষয়টা ঠিক কী?

Kunal Ghosh: রাজনীতির ময়দান থেকে এবার সোজা বড় পর্দায় দেখা যাবে তাঁকে। তৃণমূল মুখপাত্র হিসেবে দায়িত্বও সামলেছেন। কিন্তু এবার বাংলা চলচ্চিত্রের আঙিনায় পা রাখতে চলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। 

এই প্রসঙ্গে এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কুণাল ঘোষ জানিয়েছেন, “এটা আমার কাছে প্রথম। সিনেমার পরিচালক অরিন্দম শীল খুবই বিখ্যাত একজন পরিচালক। ওনার আগামী সিনেমার নাম ‘কোরপুর’। সেখানেই আমি একটি চরিত্রে অভিনয় করছি। খুবই ভালো স্ক্রিপ্ট এবং স্ট্রং স্টোরি। আমার খুবই ভালো লাগছে। এটি একটি রাজনৈতিক ক্রাইম থ্রিলার সিনেমা। ৯০-এর দশকে রাজ্যের এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরতা একজন মহিলা হটাৎ করেই উধাও হয়ে যান। একাধিক দুর্নীতির অভিযোগ তখন সামনে আসে। সেই গল্পের উপর ভিত্তি করেই এই সিনেমাটি তৈরি করবেন পরিচালক। বাকিটা কীভাবে সাজাবেন, সেটা তাঁর উপর নির্ভর করছে।"

 

 

আর কী বললেন তৃণমূল নেতা?

তাঁর মতে, “আমি খুবই উত্তেজিত। আমি একজন সাংবাদিক। রাজনীতিতেও আমি একজন সৈনিকের মতোই কাজ করি। আমি এই প্রথম সিনেমা জগতে পা রাখতে চলেছি। তাই আমি পরিচালক অরিন্দম শীলকে জানিয়েছি, আমাকে ভালো করে গ্রুম করতে হবে। তাই ওয়ার্কশপেও শামিল হব। আমি নিজেও ভীষণ সিনেমা পছন্দ করি। বাংলা এবং হিন্দি সিনেমা আমি দেখি। কখনও কখনও ইংরেজি সিনেমাও দেখি।"

কুণাল ঘোষের কথায়, “আমি নিজেও আত্মবিশ্বাসী। আপনি একটা বিষয় দেখুন, সিনেমা জগতের অনেক তারকাই ওখান থেকে এসে রাজনীতিতে পা রাখেন। তাহলে রাজনীতি থেকে কেন সিনেমা জগতে গিয়ে পারফর্ম করা যাবে না? তাছাড়া এটা একটা প্রফেশনাল জায়গা। পরিচালক আমার উপর যে বিশ্বাসটি রেখেছেন, আমাকেও পারফর্ম করে সেটার মর্যাদা দিতে হবে। আমি ইতিমধ্যেই স্ক্রিপ্ট পড়াও শুরু করে দিয়েছি এবং পরিচালকের সঙ্গেও দুবার বসেছি। আসলে এটাই বোঝার চেষ্টা করেছি যে, তিনি আসলে ঠিক কী চাইছেন আমার থেকে? সেইমতো রিহার্সাল করছি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের