Kolkata Weather: বিকেল থেকেই আকাশের মুখভার, প্রবল ঝড়বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি! জানুন এক ঝলকে

Published : Apr 19, 2025, 05:23 PM IST
Bihar Rain Alert

সংক্ষিপ্ত

WB Weather Update: বিকেল হতেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যের ছয় জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে।

WB Weather Update: বিকেল হতেই আকাশের মুখভার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যের ছয় জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে।

জানা গিয়েছে, রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। তবে সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, ও নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, সোমবারও আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আবহাওয়ার পরিবর্তন মঙ্গলবার থেকে। পরিষ্কার আকাশ তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই পাঁচ জেলার কিছু এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে শনিবার। মালদহ ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইবে এই তিন জেলার কিছু অংশে।

অন্যদিকে, রবিবার ও সোমবারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

শনিবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া জানুন (Kolkata Weather News):-

এদিন সকাল থেকেই মহানগরের আকাশ ছিল আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালে কুয়াশা/ধোঁয়াশা দেখা গিয়েছিল শহরে। ঝড়-বৃষ্টিতে দিনের তাপমাত্রা নামলেও স্বাভাবিকের চেয়ে নীচে দিন ও রাত দুই তাপমাত্রা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯০ শতাংশ।

প্রসঙ্গত, চলতি গ্রীষ্মের মরশুমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্রে। উত্তরপ্রদেশ ও রাজস্থানে ধূলিঝড়ের আশঙ্কা। ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে ধূলিঝড় হতে পারে গুজরাটেও। ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের