Heat Wave Alert: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানুন এক ঝলকে

Published : Apr 22, 2025, 01:42 PM ISTUpdated : Apr 22, 2025, 02:02 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata Weather News: হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির সতর্কতা নেই কোনও জেলাতেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে। শনিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার পশ্চিমের কিছু জেলাতে 

Kolkata Weather News: বৈশাখের শুরুতেই ব্যাটিং শুরু করে দিয়েছে গরম। বেলা যত বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ আর গরম। একটু বাইরে বেরলেই ঘেমেনেয়ে একাকার অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। কবে কমবে গরম? নামবে স্বস্তির বৃষ্টি? কী জানাচ্ছে হাওয়া অফিস জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

মঙ্গলবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Kolkata Weather News):-

হাওয়া অফিস সূত্রে খবর, আজ মঙ্গলবার ঝড় বৃষ্টির সতর্কতা নেই কোনও জেলাতেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে। শনিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার পশ্চিমের কিছু জেলাতে এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। এই জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম যেমন রয়েছে তেমনি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তি বজায় থাকবে।

মঙ্গলবার মহানগরের আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প। সব মিলিয়ে অস্বস্তিকর আবহাওয়া থাকবে সারাদিন। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে উষ্ণতা। হাওয়া বদলে বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। মঙ্গলবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। বুধ-বৃহস্পতিবারের মধ্যে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।

একইসঙ্গে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৮৪ শতাংশ। সারাদিনই বজায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather News):-

মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে মূলত উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং,0 কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার ঝড়ের পরিমাণ কমলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদহ। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বাংলার কয়েকটি জেলা ছাড়াও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে হরিয়ানা, উত্তর প্রদেশ, এবং মধ্যপ্রদেশে। গরম বাড়বে রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খন্ডে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ঝাড়খন্ড, কঙ্কন গোয়া, কেরালা, মাহে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, গুজরাট, তামিলনাড়ু, করাইকাল ও পন্ডিচেরিতে।

অন্যদিকে ভিনরাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, অসমে ও মেঘালয়ে। দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলায়। এছাড়াও বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতে। কেরলের মাহে, তেলেঙ্গানা,কর্ণাটকেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা