এসআইআর-এ পশ্চিমবঙ্গে বাদ পড়তে চলেছে প্রায় ৩৫ লক্ষ ভোটারের নাম! খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে কবে?

Published : Nov 30, 2025, 12:49 PM IST
 west bengal election commission 14 lakh sir forms not collected

সংক্ষিপ্ত

Kolkata SIR News: এসআইআর-এর কাজ প্রায় শেষের পথে। বঙ্গে ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় বাদ পড়ল কত ভোটারের নাম? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata SIR News: শনিবার ৬টা পর্যন্ত মৃত ভোটার রয়েছে ১৮ লক্ষ‍্য ৭০ হাজার জন। খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে ৩ লক্ষ ৮০ হাজার জন। ঠিকানা পরিবর্তন হয়েছে ১১ লক্ষ ৮২ হাজার জন ভোটারের। একাধিক জায়গায় নাম নথিভুক্ত হওয়া ভোটার রয়েছে ৭৭ হাজার জন। এখনও পর্যন্ত সব মিলিয়ে ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জনের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। এই সংখ্যার মধ্যে মার্কিং ভুল করা ভোটারও আছে।

এসআইআরে বাদ পড়ল কত ভোটার? 

রাজ্যে রয়েছে ৭ কোটি ৭৫ লক্ষ ভোটার। তার মধ্যে ৬ কোটি ৭৮ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। যা মোট ভোটারের ৮৮.৭০ শতাংশ। ৮২ লক্ষ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা বাকি রয়েছে। কমিশন মনে করছে, খসড়া তালিকা প্রকাশের পরে তাদের শুনানির জন্য ডাকা হবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা সম্ভব হবে। কত এনুমারেশন ফর্ম ফেরত আসছে তা ৫ ডিসেম্বরেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।

অন্যদিকে, নৈহাটির মামুদপুরে একাধিক বাংলাদেশি ভোটারের হদিশ। ২০১৪ সাল থেকে বাংলাদেশি ভোটার বসবাস করছে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী গ্রামে। লিটন দাস নামে ওই বাংলাদেশের ভোটারের নাম ইতিমধ্যেই এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই নাম তোলায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 এই লিটন দাসের সম্পত্তি দুই দেশেই রয়েছে। সেই সম্পত্তি বাঁচানোর জন্য দু'দেশে বসবাস করছে বলে দাবি লিটন দাস সহ তার পরিবারের। আর শুধু এই লিটন দাস নয় গোটা গ্রাম জুড়ে প্রায় ৫০ শতাংশ মানুষ বাংলাদেশের ভোটার বলে অভিযোগ এলাকাবাসীর। কিভাবে তারা বাংলাদেশ থেকে এই দেশে এলো তা নিয়ে প্রশ্ন উঠলেও তারা অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ। তবে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কোন এ ধরনের ভোটার কে তাড়ানো হবে না হিন্দু ভোটার হলে তাদেরকে CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?