
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার সেই মামলার শুনানি হয়। তবে প্রশ্ন হচ্ছে তৃণমূলের একাংশের মদতেই কী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হল? উত্তর এখনও অধরা।
শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি। তাই এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারেন কিনা তা জানতে চেয়েই কলকাতা হাইকোর্টে শোভনদেবের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিইএসসিতে নতুন শ্রমিক সগঠন তৈরি হয়েছে। এই সংগঠনের সদস্যরাই প্রশ্ন তুলেছেন, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হয়েও শোভনদেব চট্টোপাধ্যায় কী করে শ্রমিক সংগঠনের সভাপতি পদে থাকবেন? কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ হয়েছে। শুক্রবার মামলার শুনানি হয়।
শোভনদেবের আইনজীবীর দাবি, রাজ্যের মন্ত্রী দীর্ঘদিন ধরেই সিইএসসি-র কর্মী ইউনিয়নের সভাপতি পদে রয়েছেন। অতীতেও বহু মন্ত্রী ট্রেড ইউনিয়নের পদে থেকেছেন। সেক্ষেত্রে শোভনদেবের এই পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠার কোনও কারণ নেই বলে আইনজীবীর দাবি। রাজ্যের মন্ত্রী অর্থাৎ শাসকদলের নেতার বিরুদ্ধে মামলা দায়ের হওয়া শাসকদলের গোষ্ঠী দ্বন্দ্বের কথা সামনে আসছে। যদিও এই বিষয়ে বাদী ও বিবাদী কোনও পক্ষই মন্তব্য করেনি। বিষয়টি এড়িয়ে যাচ্ছে তারা।