নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়, এখনও জেলেই পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল। এবার সেই অর্পিতা জামিন পেলেন।

মায়ের মৃত্যুর জন্য বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়। তবে এখনও জামিন পাননি পার্থ। ২০২২ সালে অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনার জেরে ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হন পার্থ ও অর্পিতা। গ্রেফতার হওয়ার ৮৫৭ দিন পর পাঁচ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন অর্পিতা। তাঁর জামিনের শর্ত হল, নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন রাজ্য বা দেশের বাইরে কোথাও যেতে পারবেন না অর্পিতা। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। পার্থ কবে জামিন পাবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

পার্থর জামিনের আবেদন খারিজ

Latest Videos

গ্রেফতার হওয়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে আদালতে জামিনের আর্জি জানিয়ে চলেছেন পার্থ। কিন্তু তাঁর সেই আবেদন বারবার খারিজ হয়ে যাচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় পার্থর জামিনের আবেদনের বিষয়ে একমত হতে পারেননি। এরপর সোমবার পার্থর জামিনের আবেদনের বিষয়টি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কয়েকদিন পরেই এই আবেদনের শুনানি হতে পারে।

অর্পিতার একাধিক ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল অর্থ

অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়া বিদেশি মুদ্রা, সোনার গয়নাও উদ্ধার হয়। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, সোনার গয়না উদ্ধার করে ইডি। নাকতলায় পার্থর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। তবে পার্থর বাড়ি থেকে টাকা উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রভাবশালী হওয়াতেই পার্থর জামিনে জটিলতা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পুজোর আগেই জামিনে মুক্ত পার্থ চট্টোপাধ্যায়? 'প্রভাবশালী তকমা' নিয়ে বড় দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর

এবার জামিন পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়? বিরাট বড় খবর দিল কলকাতা হাইকোর্ট, নজর রাখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ! বেহালা থেকে মুছে ফেলা হল পার্থ চট্টোপাধ্যায়ের 'শেষ' স্মৃতি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
বাংলাদেশ বানাবে? ফিরহাদের পর সিদ্দিকুল্লা! বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু | Suvendu Adhikari