'আমরা মানুষের ওপর বুলডোজার চালাই না', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্যের কড়া জবাব ফিরহাদের

ফিরহাদ হাকিম বলেন, কলকাতা পুরসভা কঠোরভাবে অবৈধ নির্মাণের পক্ষে । কিন্তু মানুষের ওপর দিয়ে বুলডোজার চালানোতে বিশ্বাস করে না।

 

অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন কলকাতা মেয়র তথা রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, কলকাতা পুরসভা কঠোরভাবে অবৈধ নির্মাণের পক্ষে । কিন্তু মানুষের ওপর দিয়ে বুলডোজার চালানোতে বিশ্বাস করে না। এদিন ফিরহাদ হাকিম বলেন, 'আমরা অবৈধ নির্মাণের অনুমতি দিই না। তবে এই পরিস্থিতি মোকাবিলার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করি। তবে কারও ওপর জোরজবরদস্তি করে নয়।'

শুক্রবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতার অবৈধ নির্মাণ কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা কেএমসি যদি শহরের একটি অননুমোদিত ভবন ভেঙে ফেলতে না পারে তাহলে উত্তর প্রদেশ থেকে বুলডোজার নিয়ে আসতে পারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় একটি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা ভাঙা হয়নি। আদালত অবমাননার কথা বলেও তিনি উত্তর প্রদেশের প্রসঙ্গ টেনে আনেন।

Latest Videos

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হল কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমরা অবৈধ নির্মাণের অনুমতি দিই না। তবে এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করি।'

উত্তর কলকাতার মানিকতলা মেন রোডে অননুমদিত নির্মাণের অভিযোগে ২০১৮ সালে একটি মালায় ২০১৮ সালে সেটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে অভিযোগ উঠে, কলকাতা কর্পোরেশন সেটি ভেঙে ফেলার পরে সেই একই জায়গায় আরও একটি অবৈধ নির্মাণ হয়। তা আটকাতে পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। সেই নির্মাণটি ২০২১ সালে ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ২০২৩ সালেও তা ভাঙা হয়নি। এই মামলার পরবর্তী শুনুনা আগামী সপ্তাহে।

এমনিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা দুর্নীতির মামলাগুলি ওঠে। তাতে যথেষ্টই কড়া পদক্ষেপ করেন তিনি। যা নিয়ে মাঝেমধ্যে উষ্মা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল নেতারাও তাঁর ওপর সন্তুষ্ট নন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রায়ই তাঁকে আক্রমণ করেন। যাইহোক অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় তার কোনও উত্তর দেননি। এবার সরাসরি কলকাতা কর্পোরেশনের মেয়ার ফিরহাদ হাকিম তাঁর মন্তব্যের উত্তর দিয়েছেন।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন