গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদের ভট্টাচার্য, ভর্তি করা হয়েছে হাসপাতালে

Published : Jul 29, 2023, 04:02 PM ISTUpdated : Jul 29, 2023, 04:33 PM IST
buddhadev

সংক্ষিপ্ত

গুরুতর অসুস্থর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। 

গুরুতর অসুস্থর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর বুদ্ধবাবুর শরীরে রক্তের অক্সিজেনের মাত্রা হঠাৎই কমে যায়। সেই কারণেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

হাসপাতাল সূত্রের খবর শনিবার সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। বামঅ্যাভিনিউ থেকে অ্যাম্বুলেন্সে করে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানায়নি। অন্যদিকে সিপিআই(এম) পার্টির পক্ষ থেকেও এখনও পর্যন্ত কিছু জানান হয়নি।

বুদ্ধবেদ ভট্টাচার্যের সিওপিডি সমস্যা রয়েছে। ২০২১ সালে তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলষ সেই সময় শারীরিক অবস্থান অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকতনে। দলের কর্মসূচিতেও সামিল হতে না তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও একমাত্র সন্তান সুচেতনা। অ্যাম্বুলেন্সেই তাঁকে বাইপাস সাপোর্ট দেওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এর নিচে নেমে গিয়েছিল।

বিস্তারিত আসছে...

 

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: India vs South Africa T20 - দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ