টাকা দিচ্ছে না কেন্দ্র, শেষে এই বিশেষ প্রকল্পের জন্য রাজ্যই বরাদ্দ করল হাজার কোটি টাকা

Published : Feb 17, 2025, 10:35 AM IST

কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রাখায়, মমতা সরকার নিজেই পথশ্রী প্রকল্প চালু করে কোটি কোটি টাকা বরাদ্দ করল গ্রামীণ রাস্তা উন্নয়নের জন্য। রাজ্য সরকারের দাবি, কেন্দ্র রাজনৈতিক কারণে প্রকল্পের টাকা আটকে রেখেছে।

PREV
111

কেন্দ্রীয় সরকার দেশ তথা বিভিন্ন রাজ্যের উন্নতিতে কেন্দ্র একাধিক প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পের উন্নতি করতে মাসে মাসে টাকা দেয় কেন্দ্র।

211

বিভিন্ন প্রকল্প বাবদ প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকে কেন্দ্র।

311

এমনই প্রকল্পের তালিকায় আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এই প্রকল্পে কেন্দ্র টাকা দিয়ে থাকে রাজ্যকে।

411

তবে, বেশ কিছুদিন ধরে বন্ধ এই প্রকল্পের কাজ। রাজ্যকে টাকা দিচ্ছি না কেন্দ্র। ফলে আটকে উন্নয়নমূলক প্রকল্পের কাজ।

511

এবার কেন্দ্রকে তোয়াক্কা না করে নিজেই এই উন্নয়ন মূলক কাজ করবেন বলে জানাল মমতা সরকার।

611

মমতা সরকার চালু করল পথশ্রী প্রকল্প। এই প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।

711

জানা গিয়েছে, প্রায় ১১০০ কোটি টাকা দিল্লি আটকে রেখেছে রাজ্য পায়নি সে টাকা।

811

একেবারে হাত তুলে নিয়েছে কেন্দ্র। এবার এবার রাজ্য নিজেই কোটি কোটি টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন রাস্তা মোরামতি করবে রাজ্য।

911

২০২৫-২৬-র রাজ্য রাজাটে এই খাতে বিপুল পরিমাণ বরাদ্দ করল রাজ্য সরকার। হাজার হাজার কোটি টাকা দিয়ে হবে গ্রাম উন্নয়ন। চালু হচ্ছে পথশ্রী প্রকল্প।

1011

এ প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কোনও কিছু ছাড়াই শুধুমাত্র রাজনৈতিক কারণে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র।

1111

আবাসের মতো রাজ্য নিজেই কয়েক হাজার কোটি টাকা দিয়ে গ্রামীণ রাস্তাও তৈরি করেছে।

click me!

Recommended Stories