Viral News: প্রেমে বিচ্ছেদের প্রতিশোধ! ক্যশ-অন-ডেলিভারির মাধ্যমে ৩০০ পার্সেল প্রাক্তনীকে পাঠাল প্রেমিক

Published : Apr 10, 2025, 10:44 PM IST
love crime

সংক্ষিপ্ত

Revenge of breakup in love: কলকাতার লেক টাউনের বাসিন্দা একজন মহিলা ব্যাঙ্ক কর্মী। গত চার মাস ধরে তাঁকে বিরক্ত করার জন্যই কলকাতারই বাসিন্দা তাঁর প্রাক্তন প্রেমিক ২৫ বছরের যুবককে গ্রেফতার করেছে। 

Revenge of breakup in love: প্রাচীন কালেই কবি বলে গিয়েছিলেন , 'প্রেমেরও ফাঁদ পাতা ভূবনে...'। কিন্তু এমন ফাঁদে যে পড়তে হবে তা হয়তো কখনই ভাবতে পারেনি প্রেমিকা। তাও আবার প্রেম ভেঙে যাওয়ার পরে। প্রেমে মানুষ এমনও প্রতিশোধ নিতে পারে তা হয়তো প্রেমিকা জীবনেও কল্পনা করতে পারেননি। এখন অবশ্য তাঁর ভির্মি খাওয়ার পালা চলছে। গত চার মাসে রীতিমত হাঁফিয়ে উঠে প্রেমিকা বাড়ি বদলের কথা ভাবছে কিনা তাই বা কে জানে!

কলকাতার লেক টাউনের বাসিন্দা একজন মহিলা ব্যাঙ্ক কর্মী। গত চার মাস ধরে তাঁকে বিরক্ত করার জন্যই কলকাতারই বাসিন্দা তাঁর প্রাক্তন প্রেমিক ২৫ বছরের যুবককে গ্রেফতার করেছে। যুবকের অভিযোগ- প্রেম ভেঙে যাওয়ার পরই বিচ্ছেদের প্রতিশোধ নিতে যে কোনও হিংস্মাত্মক পথ নেননি। উল্টে প্রেমিকার বাড়ির ঠিকানায় অনলাইন শপিং অ্যাপ থেকে একের পর এক জিনিস অর্ডার করেছে। চারমাসে প্রায় ৩০০টি বাক্স পাঠিয়েছে অনলাইন অ্যাপের মাধ্যমে। তবে কোনওটাই সে নিজের গ্যাঁটের টাকা খরচ করে পাঠাননি। সবই পাঠিয়েছেছে ক্যাশ অন ডেলিভারিতে। অর্থাৎ বাক্স ছাড়াতে প্রেমিকাকে গুণতে হয়েছে গ্যাঁটের কড়ি।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে দামি দামি গ্যাজেট, পোশাক। পার্সেল পাঠাতে প্রেমিক ব্যবহার করেছে অ্যামাজন আর ফ্লিপকার্টের মত বড় বড় ই-কর্মাস প্ল্যাটফর্মগুলি। তবে এতবেশি পার্সেল গত চার মাসে মহিলার কাছে পাঠানোর জন্য দুটি সংস্থাই মহিলার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে।

মহিলা ২০২৫ সালের মার্চে পুলিশের কাছে অভিযোগ জানান। তারপরই শুরু হয় তদন্ত। তদন্তে নেমে নদিয়ার বাসিন্দা সিকদারের অনলাইন অর্ডারের সন্ধান পাওয়া যায়। যার ফলে তাঁকে প্রথমে আটক আর পরে গ্রেফতার করা হয়। জেরায় প্রেমিকজানিয়েছে প্রতিশোধের জন্য ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি প্রচুর সামগ্রী সেই অর্ডার করেছিল।

প্রেমিকটি আরও জানিয়েছে, তাঁর প্রাক্তনীর অনলাইনে কেটাকাটার খুব ঝোঁক ছিল। বান্ধবী তার থেকে প্রায়ই এমন উপহার চাইত যা সে কিনে দিতে পারত না। প্রেমিক আরও জানিয়েছে, প্রত্যাশা পুরাণ করতে না পারার জন্যই তাদের সম্পর্ক ভেঙে যায়। তাই প্রতিশোধ নিতে পার্সেলকেই হাতিয়ার করে সে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে