এখনও ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? এই ভুল সংশোধন করুন, আগামী মাস থেকেই মিলবে ভাতার টাকা

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ২ কোটির বেশি মহিলা ভাতা পান। তবে অনেকে আবেদন করেও টাকা পাচ্ছেন না। জেনে নিন কী কী কারণে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে থাকতে পারে।
Sayanita Chakraborty | Published : Dec 5, 2024 6:55 PM
115

রাজ্য সরকারের আছে একাধিক প্রকল্প। এই সকল প্রকল্প আনা হয়েছে রাজ্যবাসীর সুবিধার্থে।

215

রাজ্যের শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে মমতা সরকার। এই সকল প্রকল্পের তালিকায় আছে বার্ধক্য ভাতা, কন্যাশ্রী প্রকল্প, স্বাস্থ্য সাথী, তরুণের স্বপ্ন প্রকল্র আরও কত কী।

315

মমতা সরকারের বিভিন্ন ভাতার মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য এই ভাতা।

415

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১০০০ টাকা পান সাধারণ মহিলারা। আর ১২০০ টাকা পান তপসিলি জাতি ও উপজাতির মহিলারা।

515

ডিসেম্বর থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলারা পাচ্ছেন এই সুবিধা। রাজ্যে প্রায় ২ কোটির বেশি মহিলা বর্তমানে এই ভাতা পান।

615

কিন্তু, এমন অনেকে আছেন যারা আবেদন করা সত্ত্বেও পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

715

আজ বিশেষ তথ্য রইল সেই সকল মহিলাদের জন্য যার এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না।

815

সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। তা না হলে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।

915

তেমনই আপনার আধারে দেওয়া তথ্যের সঙ্গে ব্যাঙ্কে দেওয়া নাম ঠিকানা এক হতে হবে। এতে সমস্যা থাকলে টাকা পাবেন না।

1015

তেমনই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট বলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না।

1115

এদিকে শোনা যাচ্ছে শীঘ্রই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার থেকে ২ হাজার টাকা করে পাবেন মহিলারা।

1215

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হতে পারে ২০২৬ সালের ভোটের আগে।

1315

এখনও এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির প্রসঙ্গে নিশ্চিত খবর মেলেনি। তবে, সকলের আন্দাজ বাড়বে টাকা।

1415

আপাতত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন।

1515

আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে থাকেন তাহলে এই কয়টি বিষয় খেয়াল রাখুন। তা না হলে টাকা পেতে সমস্যা হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos