'ট্রায়াল রান' সফল নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত, কবে থেকে চালু হবে মেট্রো পরিষেবা?

Published : Jan 25, 2025, 08:52 AM IST

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সাত কিলোমিটারের বেশি পথে মেট্রোর সফল পরীক্ষামূলক রান সম্পন্ন হয়েছে। এতে শহরবাসী এবং শহরতলির মানুষেরা উপকৃত হবেন।

PREV
110

দুদিনের ব্যবধানে কলকাতায় আরও একটি রুটে পরীক্ষামূলক ভাবে মেট্রো চলল। দুদিন আগেই এসপ্ল্যানেড এবং শিয়ালদহ রুটে সফল ট্রায়াল রান হয়েছে।

210

এবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর - সাত কিলোমিটারের বেশি পথে পরীক্ষামূলক ভাবে চলল মেট্রো।

310

মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে, শুক্রবার সফল ভাবেই ট্রায়াল রান শেষ হয়েছে।

410

দেশের অন্যান্য শহরে সেখানকার বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা আছে। কিন্তু, কলকাতায় এতদিন তা ছিল না। এবাই সেই লক্ষ্য পূরণ হল।

510

শুক্রবার বেলা ১২টা ৯ মিনিট নাগাদ নোয়াপাড়া থেকে শুরু হয় ট্রায়াল রান। বেলা ১২টা ৩১ মিনিট নাগাদ বিমানবন্দন পৌঁছায়।

610

শুক্রবার ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন ডিএম পি উদয়কুমার রেড্ডি।

710

ট্রায়াল শেষে জয় হিন্দ বিমানবন্দন স্টেশনও পরিদর্শন করেন। পরে কলকাতা মেট্রোর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

810

ট্রায়াল রানের লক্ষ্য ছিল লাইনের সকল খুঁটিনাটি সম্পর্কে তদারকি করা।

910

এরপর ছাড়পত্র মিলল ওই রুটে চালু হবে মেট্রো।

1010

এতে উপকৃত হবেন শয় শয় শহরবাসী ও শহরতলির মানুষেরা। আপাতত হলুদ লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত সব স্টেশনের কাজ শেষ।

click me!

Recommended Stories