বড়দিনেও বৃষ্টির ভ্রুকুটি! আজ ভাসতে পারে তিন জেলা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

ঠান্ডা কমে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বড়দিনে দার্জিলিং-এ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
Sayanita Chakraborty | Published : Dec 25, 2024 1:20 AM IST
110

ঠান্ডা উধাও হয়ে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। সারা দেশ যখন ঠান্ডায় কাঁপছে তখন পশ্চিমবঙ্গে ঠান্ডার জন্য হা-হুতাশ করছেন মানুষজন।

210

মাঝে মধ্যে হচ্ছে অল্প বৃষ্টি। এতে অনেকের মনে আশা জাগছে যে জমিয়ে ঠান্ডা পড়বে বাংলায়- কিন্তু বাস্তবে হচ্ছে ভিন্ন।

310

বাংলা থেকে ঠান্ডা উধাও বলা চলে। জেনে নিন বড়দিনেও কি হবে বৃষ্টি নাকি পড়বে ঠান্ডা।

410

সদ্য আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলেন আলিপুরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

510

বড়দিনে দার্জিলিং-এ বৃষ্টির পূর্বাভাস আছে। তেমনই উত্তরবঙ্গে ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা।

610

 আজ থাকবে উষ্ণতার ছোঁয়া। স্বাভাবিকের ওপরে থাকবে পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

710

এদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে আছে উত্তরে হাওয়া। সে কারণে আগামী ৩-৪ দিন আবহাওয়া এমনই থাকবে।

810

আজ ভারী বৃষ্টি হবে ওড়িশাতে। যার প্রভাব পড়বে বাংলায়।

910

ওড়িশা সংলগ্ন ও উপকূলের তিন জেলায় হবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হবে বৃষ্টি।

1010

আজ বড়দিনে মেঘলা আকাশ সম্ভাবনা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুশায়ায় ঢেকে থাকবে সারা বংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos