নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়মে, সরকারি নির্দেশ না মানলে মিলবে না রেশন

রেশন সংগ্রহের নিয়মে বদল আনছে মমতা সরকার। নতুন বছর থেকে রেশন তোলার পদ্ধতিতে পরিবর্তন আসছে। রেশন দোকান এবং গ্রাহক উভয়ের জন্যই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
Sayanita Chakraborty | Published : Dec 24, 2024 12:58 PM IST
110

আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে বাজারের অগ্নিমূল্য দ্রব্য সামগ্রী আপনি তুলনায় কম দামে রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।

210

তবে সরকারের দেওয়া এই সুবিধার অপব্যবহারের খবর আসছে বারে বারে। এই অপব্যবহার রুখতে বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার।

310

নতুন বছর থেকে বদল হচ্ছে রেশন তোলার নিয়ম। সদ্য সরকারের পক্ষ থেকে কয়টি নতুন নির্দেশিকা জারি করেছে।

410

রেশনের দোকান এবং গ্রাহক উভয়ের জন্য নির্দেশিকা জারি হয়েছে। যা না মানলে মিলবে না রেশন।

510

সরকারি নির্দেশ অনুসারে, প্রতি সপ্তাহে চার দিন চারদিন করে দুয়ারে রেশন দিতে হবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দেওয়া হবে রেশন।

610

সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকানগুলো তথা ফেয়ার প্রাইস শপ বন্ধ রাখতে হবে।

710

সামগ্রী বিলির সময় পস মেশিন চালু থাকবে। তেমনই গ্রাহকদের জন্যও কিছু নিয়ম এসেছে প্রকাশ্যে।

810

জানানো হয়েছে, গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করা বাধ্যতা মূলক। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে রেশন দেওয়া হবে না।

910

খাদ্য দফতর সূত্রে খবর, মোট নছিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহকের মোবাইল নম্বর আছে। ৭৭ লক্ষ গ্রাহকের নেই।

1010

এবার থেকে রেশন নিতে হলে একাধিক নিয়ম মানতে হবে গ্রাহকদের। তা না হলে মিলবে না রেশন।

Share this Photo Gallery
click me!

Latest Videos