BLO Resign News: কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও-রা। তারপরও নির্বাচন কমিশনের অমানুষিক কাজের চাপ। এবার বিডিও-র কাছে গণ ইস্তফাপত্র । কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BLO Resign News: এসআইআর-এ লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং ইসু দেখিয়ে নোটিশ চলাকালীন BLO-দের গণ ইস্তফা। BLO-দের গণস্বাক্ষর চলছে BDO অফিসের। BLO-দের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে BLO দের হয়রানি এর প্রতিবাদে এই গণইস্তফার প্রস্তুতি। স্বরূপনগরের ঘটনা। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের প্রায় ৪২টি বুথের ৪২ জন BLO ইস্তফা দিতে হাজির হয়েছেন স্বরূপনগর ব্লক অফিসে ।

কী কারণে বিএলও-দের ইস্তফাপত্র?

জানা গিয়েছে, তারা তাদের ইস্তফা দাবিতে স্বাক্ষর গ্রহণ শেষে ৫০ জন বিএলও লিখিতভাবে ইস্তফা পত্র জমা দেন স্বরুপনগর ব্লক প্রশাসনের দফতরে। তাদের দাবি, নির্বাচন কমিশন বারংবার নিয়ম বদলাচ্ছে। যা সাধারণ মানুষের কাছে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে।

 শুধু তাই নয়, বিএলঅ্যাপে ডকুমেন্ট দেওয়ার পরও লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে নোটিস ইস্যু করা হচ্ছে। যা সাধারণ মানুষের কাছে তাদেরকে প্রশ্নের মত করতে হচ্ছে এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে বিএলওদের-কে জবাবদিহি করতে হচ্ছে সাধারণ মানুষের কাছে।

সূত্রের খবর, এই ঘটনার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরুপনগর ব্লকের BLO দের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে BLO দের হয়রানি এর প্রতিবাদে এই গণইস্তফার ৫০ জন বিওলো। স্বরূপনগরের প্রায় ৫০ টি বুথের ৫০ জন BLO ইস্তফা দিতে হাজির হলেন স্বরূপনগর ব্লক অফিসে ।

তারা তাদের ইস্তফা দাবিতে স্বাক্ষর গ্রহণ চলছে। স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় গণ ইস্তফা পত্র জমা নেন। বলেন, ‘’তাদের নির্বাচন কমিশনের কাজের কোথায় অসুবিধা আছে? সেটা তারাই বলতে পারবেন। জমা দিয়েছেন বিষয়টা আমি পুরোপুরি নির্বাচন কমিশনকে জানাবো।''

 ইতিমধ্যে নির্বাচন কমিশনের খামখেয়ালী সিদ্ধান্তের উপরে বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওরা। তারই ফলস্বরূপ আজকের এই লিখিত অভিযোগ। তারা একদিকে সাধারণ মানুষের এসআইআর ফর্ম নিয়ে মানসিক চাপ যন্ত্রণা। অন্যদিকে পারিবারিক অশান্তির মধ্যে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।