'পুরো কলকাতাই মুসলমানদের জায়গায় অবস্থিত', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মৌলানার হুঁশিয়ারি

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রীতিমত জোরের সঙ্গে মৌলানা দাবি করেছেন গোটা কলকাতাই মুসলমানদের সম্পত্তি।

 

কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে নবান্ন, এমনকি ইডেন গার্ডেন, মোহনবাগান ইস্টবেঙ্গেল ক্লাব সব কিছুই মুসলমানদের জায়গায় অবস্থিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হয়েছে মৌলানার একটি ভিডিও। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জিসান ইসলামিক চ্যানেলের (Jishan Islamic Channel)-এর লোগো দেওয়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই বলা হয়েছে টালিগঞ্জের সংক্ষিপ্ত নাম আলিগঞ্জ , বড় নাম তাহের আলি গঞ্জ। সবমিলিয়ে ৫৫০ একর মুলসমানদের সম্পত্তির ওপর তৈরি হয়েছে কলকাতা। এই সব তথ্য শেয়ার করে মৌলানা বলেছেন, 'হতগাভা তুমি আমাদের দেশ থেকে চলে যেতে বলেছে? সারা কলকাতা তো আমাদের। তোমার আছে কি?' এই বক্তব্য জনৈক এক মৌলানার। ফেসবুক পেজ অনুযায়ী মৌলানার নাম মুমতাজুল ইসলাম ইরফানি। ভোটের মধ্যেই এমন ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রীতিমত জোরের সঙ্গে মৌলানা দাবি করেছেন গোটা কলকাতাই মুসলমানদের সম্পত্তি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জীতেন্দ্র প্রতাপ সিং নামে এক ব্যক্তি। যিনি নিজেকে মোদী ভক্ত বলেও দাবি করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'পশ্চিমবঙ্গের এই মৌলানা তাঁর বক্তৃতায় বলেছেন, কলকাতা হাইকোর্ট, হাওড়া ব্রিজ, নবান্ন, মোহনবাগানের অফিস, মাঠ, কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর ইস্টবেঙ্গল ক্লাব, ভিক্টোরিয়া মেমোরিয়াল সবই মুলসিমদের পূর্বপুরুষদের সম্পত্তির ওপর তৈরি হয়েছে। ' জিতেন্দ্র সিং সোশ্যাল মিডিয়া পোস্ট লিখেছেন, মৌলানার কথা অনুযায়ী সব জমি মুসলমানদের ও ওয়াকফ বোর্ডের।

Latest Videos

 

 

জিতেন্দ্র সিং আরও লিখেছেন, মৌলানার দাবি পুরো কলকাতাই মুসলমানদের জমির ওপর তৈরি। তাই যারা তাদের বেরিয়ে যেতে বলবে, উল্টে তাদেরও বেরিয়ে যেতে বলার অধিকার রয়েছে মুসলমানদের। তিনি লিখেছেন, মৌলানা হিন্দুদের কলকাতা ছেড়ে বেরিয়ে যেতে বলেছে।

জিতেন্দ্র সিংএর দাবি নরেন্দ্র মোদী জনলভায় 'ইন্ডি' জোটকে কটাক্ষ করে যা বলেন সেটাই আসলে সত্যি। এই জোট ক্ষমতায় এলেই দেশের মানুষের বাড়িতে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। সেখানে লেখা থাকবে এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের। বাড়িতে যে কোনও সময়ই আইনি নোটিশ আসতে পারে। তাতে নিজের পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে হতে পারে। সেখানে তৈরি হতে পারে মসজিদ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র