কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। জাতীয় স্তরেও ফিরহাদের মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ইসলামের সঙ্গে অন্য ধর্মের তুলনা করে ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের ঢেউ এবার আছড়ে পড়ল বিধানসভায়। কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে শুক্রবার বিধানসভায় গীতা হাতে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'হিন্দু, শিখ, জৈন, পারসিকদের অপমান করার কোনও অধিকার নেই ফিরহাদ হাকিমের। তাঁকে বরখাস্ত করতে হবে। ফিরহাদ বরখাস্ত না হওয়া পর্যন্ত রাজ্যজুড়ে আন্দোলন চালাবে বিজেপি। রাজপথেও আন্দোলন চলবে।' শুভেন্দুর পাশাপাশি এই ইস্যুতে সরব হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও। তিনিও ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে সরব।
বিতর্কিত মন্তব্য ফিরহাদের
সম্প্রতি এক অনুষ্ঠানে ফিরহাদ বলেন, 'যারা ইসলামে জন্মায়নি তারা দুর্ভাগা। তাদের ইসলামের আওতায় আনতে হবে। আমরা যদি তা করি তাহলে আল্লাহ খুশি হবেন। এই ধরনের অনুষ্ঠান অমুসলিমদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত।' সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। বিজেপি-র পক্ষ থেকে ফিরহাদের এই মন্তব্যের নিন্দা করা হয়েছে। যদিও এই মন্তব্য অস্বীকার করেছেন ফিরহাদ। তাঁর দাবি, ‘রাজ্যের মানুষ জানে আমি ধর্মনিরপেক্ষ ব্যক্তি। আমি নিজের ধর্মে বিশ্বাস করি এবং অন্য ধর্মকে সম্মান করি। আমি দুর্গাপুজো, কালীপুজো আয়োজন করি।’
ফিরহাদের সমালোচনায় বিজেপি
ফিরহাদের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য-সহ বিজেপি নেতারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। ফিরহাদের এই মন্তব্য ব্যক্তিগত বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্য বিজেপি এই ইস্যু হাতছাড়া করতে নারাজ। শাসক দলকে কোণঠাসা করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছেন শুভেন্দুরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ও মুসলিম নয়, মুসলমান হওয়ার অভিনয় করে ফিরহাদ'- বিস্ফোরক মন্তব্য অধীরের
'বেকাররা হকারি করবেই...এটা মেনে নেওয়া যাবে না', জমি অধিগ্রহণ নিয়ে কড়া বার্তা ফিরহাদ হাকিমের
Mamata Banerjee: 'বাইরের লোক এসে বাংলা দখল করে নিচ্ছে,' ফিরহাদ হাকিমকে ধমক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর