সংক্ষিপ্ত

কলকাতা, হাওড়ার মতো শহরগুলিতে অবাঙালিদের বসবাস নতুন কিছু নয়। বিশেষ করে উত্তর কলকাতা ও উত্তর হাওড়ায় অবাঙালিদের সংখ্যাই বেশি। ব্যবসা-বাণিজ্য বেশিরভাগই অবাঙালিদের হাতে।

কলকাতা, হাওড়া, বিধাননগরের রাস্তা, ফুটপাত ক্রমশঃ অবাঙালিদের দখলে চলে যাচ্ছে। ভিনরাজ্য থেকে লোকজন এসে রাস্তা, ফুটপাতে একের পর এক অস্থায়ী দোকান করে গেড়ে বসছে। তাদের আর সেখান থেকে সরানো যাচ্ছে না। অবাঙালিদের এভাবে রাস্তা, ফুটপাত দখল করে দোকান করার ঘটনা নতুন নয়। অনেকদিন ধরেই এ ব্যাপারে বাঙালিদের ক্ষোভ রয়েছে। বাঙালিদের স্বার্থরক্ষার জন্য কাজ করে বলে দাবি করা একটি সংগঠন বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখিয়েছে। এবার এ ব্যাপারে ক্ষোভপ্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক সভায় তিনি সরকারি জমি দখল হয়ে যাওয়া এবং বাংলার বাইরে থেকে আসা লোকজনের এভাবে একের পর এক দোকান করা নিয়ে কড়া বার্তা দিয়েছেন। পুলিশের পাশাপাশি মন্ত্রীদেরও ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফিরহাদ হাকিমকে ধমক মুখ্যমন্ত্রীর

কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি ফিরহাদকে ধমক দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, 'যে যা পারছে লোক এনে বসিয়ে দিচ্ছে। বাইরের লোক এসে বাংলা দখল করে নিচ্ছে। বাংলার পরিচিতি নষ্ট হচ্ছে। তোমরাই এর জন্য দায়ী। রাজস্বের ক্ষতি হচ্ছে। একটা লোকের জায়গায় চার-পাঁচটা লোক। একটা লোকের ৬টা দোকান। এক জায়গায় চারটে হকারকে বসিয়ে দিচ্ছে।' ভিনরাজ্যের লোকজনের কাছ থেকে জায়গা দখলমুক্ত করার জন্য পুলিশের পাশাপাশি কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভাকেও উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

সরকারি জমি দখল হওয়া রুখতে পদক্ষেপ

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল হয়ে যাওয়া নিয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দখল হয়ে যাওয়া সরকারি জমি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের পাশাপাশি আমলাদেরও উদ্যোগ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'টাকা দিয়ে বাইরের লোক আনছে..'! গোপন বৈঠকে দলের নেতা মন্ত্রীদের তুলোধনা করে কেন ক্ষেপে লাল মমতা?

'শুধু কথার ফুলঝুরি, কাজের কাজ কিছু হচ্ছে না' কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মমতা

দরকার নেই মোদীর সাহায্য! এবার এই প্রকল্পে কোমর বেঁধে নামলেন মমতা, জুলাই মাসেই মিলবে দুর্দান্ত খবর