Calcutta High Court On Chingrihata Metro: বছর শেষের আগে অব্যাহত চিংড়িঘাটা মেট্রোজট। থমকে কাজ। কবে থেকে কাজ শুরুর নির্দেশ আদালতের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে এবার রাজ্যের যুক্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, চিংড়িঘাটায় বিমানবন্দর-নিউ গড়িয়া রুটের অরেঞ্জ লাইনে মেট্রোর কাজে জটিলতা অব্যাহত। আগামী জানুয়ারি মাসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় মেট্রোর কাজ করা সম্ভব কি না, আগামী সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই দিন মামলার পরবর্তী শুনানি।
25
কী বলছে আদালত?
চিংড়িহাটায় মেট্রোরেলের বিমানবন্দর-নিউগড়িয়া রুটে অরেঞ্জ লাইনে ৩৬৬ মিটার কাজ সম্পন্ন করার জন্য তিন দিন ওই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে রাজ্যের কাছে প্রস্তাব দেয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। ওইটুকু কাজ আটকে থাকায় পূর্ণ রুটে মেট্রো চালানো যাচ্ছে না। কিন্তু, আরভিএনএল- এর অভিযোগ রাজ্য কোনও রকম সহযোগিতা করছে না। সেই কারণে ওই রুটের মেট্রোর কাজ শেষ করা যাচ্ছে না।
35
কী অভিযোগ উঠেছে?
এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় আরভিএনএল। সেই মামলায় সব পক্ষকে বৈঠকে বসে সমাধান সূত্র বার করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। কিন্তু তাতে কোনও সমাধান না হওয়ায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল গত ১৭ ডিসেম্বর আবারও সব পক্ষকে আলোচনায় বসে আলোচনার সিদ্ধান্ত আদালতে জানাতে নির্দেশ দেন।
গত শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘’এই রকম গুরুত্বপূর্ণ জনস্বার্থ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় না।'' তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে মামলার শুনানি হয়। এদিন আদালতে জানানো হয় দ্বিতীয় বৈঠকেও কোনও সমাধান সূত্র বের হয়নি।
55
আরভিএনএলের আইনজীবী কী বলছেন?
আরভিএনএলের আইনজীবী আদালতে বলেন, ‘’২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে বৈঠকে জানিয়েছে পুলিশ। অথচ মাত্র তিন দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে।'' রাজ্যের তরফে পাল্টা বলা হয়, ‘’দশকের পর দশক ধরে মেট্রোর কাজ চলছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএল-এর অসুবিধা কোথায়?'' সেই সঙ্গে এজি জানান, তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। সব পক্ষের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দেন, জানুয়ারি মাসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে চিংড়িহাটায় মেট্রোর কাজ করা সম্ভব কি না, আগামী সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে আদালতে।