কোটিপতি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জানুন তৃণমূল নেতা ঠিক কত টাকার সম্পত্তির মালিক

Published : Dec 18, 2025, 08:23 PM IST

নির্বাচনী হলফনামায় অরূপ বিশ্বাসের ধনসম্পত্তির শ্রীবৃদ্ধির উল্লেক হয়েছে। ২০১৫-১৬তে অরূপের আয় ছিল ৭ লক্ষ ৭ হাজার ৯৬৪ টাকা। পরেরে বছর আয় কমে হয়েছিল ৫ লক্ষ টাকার ওপরে। ২ 

PREV
16
অরূপ বিশ্বাস

তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা। কাউন্সিলর থেকে বিধায়ক হন। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকেই অরূপ বিশ্বাসের যাতায়াত রাজ্য বিধানসভায়। ২০০৬ সাল থেকে টানা ২০ বছর তিনি টালিগঞ্জে ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট।

26
রাজ্যে চর্চিত নাম

বর্তমানে রাজ্য রাজনীতিতে চর্চিত নাম অরূপ বিশ্বাস। লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন। কিন্তু তাঁকে দেখার জন্য যেসব ভক্তরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা দেখতে পাননি। তবে মেসির কাঁধে হাত দিয়ে অরূপ বিশ্বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পরিস্থিতিতে তাঁকে ছাড়তে হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ। সেখানেও বিনান বিভ্রাটে বিড়ম্বনায় পড়তে হয় অরূপ বিশ্বাসে। এই অবস্থায় জানুন অরূপের সম্পত্তির পরিমাণ

36
নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ

নির্বাচনী হলফনামায় অরূপ বিশ্বাসের ধনসম্পত্তির শ্রীবৃদ্ধির উল্লেক হয়েছে। ২০১৫-১৬তে অরূপের আয় ছিল ৭ লক্ষ ৭ হাজার ৯৬৪ টাকা। পরেরে বছর আয় কমে হয়েছিল ৫ লক্ষ টাকার ওপরে। ২০১৭-১৮ সালে আয় অনেকটাই বেড়ে হয়েছিল ২১ লক্ষ ৩১ হাজার ১৫৬ টাকা। ২০১৮-১৯ আয় বাড়ছে। ২০১৯-২০তে আয় ছিল ১৪ লক্ষ ২১ হাজার ৭৮২ টাকা।

46
ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণ

হলফনামা অনুযায়ী অরূপের হাতে ২০২১ সালের নির্বাচনের সময় নগদ ছিল ২৪ হাজার ৪৮০ টাকা। একাধিক ব্যাঙ্কে জমা রাখা টাকার পরিমাণও উল্লেখ করেন অরূপ। অন্ধ্র ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল অরূপের ৫ লক্ষ ৫৯ হাজার ২৩ টাকা। ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল ২০ লক্ষ ৩ হাজার ৬৪১ টাকা। স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক ছিল ১২ লক্ষ ২ হাজার ৬২২ টাকা, স্টেট ব্যাঙ্কের অপর একটি অ্যাকাউন্টে ২২ লক্ষ ৮৮ হাজার ৮৬১ টাকা ও ইউনিয়ন ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা ছিল তাঁর। সব মিলিয়ে মোট ৬৫ লক্ষ ৫৪ হাজার ১৪৭ টাকা ছিল অরূপের বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে

56
বিনিয়োগ

প্রচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে অরূপ বিশ্বাসের। এলআইসিতে বিনিয়োগ রয়েছে অরূপের। ৫০ হাজার, ৭৫ হাজার পলিসির পাশাপাশি ৫ ও ১০ লক্ষ টাকার বীমা রয়েছে অরূপ বিশ্বাসের। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী অরূপ বিশ্বাসের কাছে সোনার পরিমাণ ৫ লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে অরূপ ৯৩ লক্ষ ৩৮ হাজার ৬১০ টাকার মালিক।

66
অস্থাবর সম্পত্তি

হলফনামা অনুযায়ী অরূপের নিজের কোনও জমি নেই। কোনও কমার্শিয়াল বিল্ডিং নেই। নিউআলিপুর নিজের বাড়ির কথাই উল্লেখ করেছেন অরূপ। ১৫০০ স্কোয়ারফুটের বাড়িটি ১৯৯৭ সালে কেনা হয়েছিল। বর্তমানে এটির মূল্য ২২ লক্ষ ৫০ হাজার টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories