Cal HC On Jadavpur Hostel: উৎসবের মরশুমে এবার যাদবপুরের হোস্টেল বিতর্ক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে হোস্টেল বন্ধের নির্দেশ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে শুক্রবার বড় সিদ্ধান্তের কথা জানালো কলকাতা হাইকোর্ট। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধের নির্দেশ আদালতের। এই নির্দেশ যাতে দ্রুত কার্যকর হয় তারজন্য যাদবপুর থানার পুলিশকে পদক্ষেপের বার্তা কোর্টের।
25
বন্ধ হচ্ছে হোস্টেল
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বন্ধ নিয়ে সিদ্ধান্তের কথা ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ, শুরু হয়ে গিয়েছে পুজোর ছুটি। ফলে এই সময় বিশ্ববিদ্যালয় চত্বর এবং হোস্টেলে যাতে কোনও রকম বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে তারজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছে আদালত।
35
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
জানা গিয়েছে, এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানায় যে, সিসিটিভি লাগানোর কথা এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতটা জরুরি। শুনানিতে উঠে আসে সাম্প্রতিক কালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা।
অতি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হেনস্থার শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ঘটনায় দায়ের হয় জনস্বার্থ মামলা। এদিন সেই মামলার শুনানিতেই উঠে আসে বহিরাগত তত্ত্ব এবং বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ফুটেজ লাগানোর কথাও।
55
হাইকোর্টের সাফ বার্তা
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে, ইতিমধ্যেই পুজোর ছুটি পড়ে গিয়েছে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের সবরুমে তালা ঝোলাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি যাদবপুর থানাকে বিষয়টি তদারকি করার নির্দেশ দিয়েছে আদালত।