কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক, রাজ্যবাসীকে কী বার্তা অমিত শাহের?

Published : Sep 26, 2025, 01:27 PM IST

Amit Shah on Kolkata Durga Puja: চতুর্থীর সকালে কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কালীঘাটে পুজো দিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগদান শাহের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ

শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর সাড়ে ১২টায় তাঁর সেখানে যাওয়ার কথা। তাৎপর্যপূর্ণভাবে আজ দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহি সফরের দিনই বিদ্যাসাগর কলেজে অভিষেকের কর্মসূচি। ২০১৯ সালের বিদ্যাসাগর মূর্তি ভাঙার স্মৃতি উসকে দেওয়ার কৌশল বলে মনে করা হচ্ছে। তার আগে অবশ্য এদিন কালীঘাটে পুজো  দিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহ বলেন, ‘’সবার প্রথমে আমি সমগ্র পশ্চিমবঙ্গের জনতা এবং দেশের জনগণকে দুর্গাপুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এই নবরাত্রিতে পুজো মহোৎসব শুধু পশ্চিমবঙ্গ বা ভারতেই নয় সমগ্র বিশ্বে প্রসিদ্ধ। বাংলার এই মহান পরম্পরাকে সমগ্র বিশ্ব স্বীকারও করেছে, দেখেওছে।'' 

25
পুজোর উদ্বোধনে এসে সোনার বাংলা নির্মাণের ডাক

শুক্রবার শহরে দুর্গাপুজোর উদ্বোধনে এসে ফের সোনার বাংলা গঠনের ডাক দিলেন মোদীর ডেপুটি শাহ। তিনি বলেন, ‘’নয়দিন পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক শক্তি আরাধনায় নিজেদের সমর্পিত করেন। এই কয়েকদিন বাংলার জন্য মাহাত্মপূর্ণ। আমি এই প্যান্ডেলে কিছুক্ষণ আগেই মায়ের পুজো করে এসেছি।  আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর এই বাংলায় এমন একটি সরকার আসুক যেটি সোনার বাংলার নির্মাণ করতে পারে।'' 

35
শাহের মুখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্তুতি

‘’আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি। আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জয়ন্তী। তিনি কেবলমাত্র বাংলা নয় বরং সারা দেশ যখন পরাধীন ছিল তখন শিক্ষার জন্য যা করেছিলেন তা কেউ ভুলতে পারবেন না।'' 

45
বাংলা ভাষা, সংস্কৃতিতে শান শাহের

তিনি আরও বলেন, ‘’বাংলা ভাষা, সংস্কৃতি, ব্যাকরণ তথা মহিলাদের শিক্ষার জন্য তিনি নিজের সমগ্র জীবন সমর্পিত করেছেন। আমি হৃদয়পূর্বক নিজের তরফ থেকে তথা ভারতীয় জনতা পার্টি এর তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর চরণে প্রণাম জানাই।'' 

55
বাংলার মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা

‘’দুর্গাপুজোর আগে এখানে ভারী বর্ষণ হয়েছে। তার জেরে ১০ জনেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে। আমি তাঁদের সকলের পরিবারকে সমবেদনা জানাই। আমি তাঁদেরও শ্রদ্ধাঞ্জলি দিতে চাই। এই পুজো আমাদের শুভ কিছুর দিকে নিয়ে যাক, বাংলার বিকাশের মাধ্যমে বিকশিত ভারতের স্বপ্ন যা দেখেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী তা সিদ্ধ যেন করতে পারে। বাংলার মানুষকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাই।'' 

Read more Photos on
click me!

Recommended Stories