এবার জামিন 'কালীঘাটের কাকু'র, ৬ শর্তে সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

Published : Dec 05, 2025, 12:21 PM IST
kalighater kaku   sujay krishna bhadra

সংক্ষিপ্ত

এবার জামিনে মুক্ত কালীঘাটের কাকুও। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে জামিন দিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।

এবার জামিনে মুক্ত কালীঘাটের কাকুও। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে জামিন দিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

জামিনের শর্ত

তবে সুজয় কৃষ্ণ ভদ্রকে একগুচ্ছ শর্ত দিয়ে তবেই জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। জামিনের শর্ত হল-

  1. সুজয়কৃষ্ণ ভদ্র কলকাতার বাইরে যেতে পারবেন না
  2. পার্সপোর্ট জমা রাখতে হবে।
  3. সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকের কাছে গিয়ে হাজিরা দিয়ে আসতে পারে
  4. মোবাইল নম্বর তদন্তকারী আধিকারিক ও আদালতের কাছে রাখতে হবে
  5. মামলা সংক্রান্ত কোনও নথি বিকৃত করতে পারবে না
  6. কলকাতা হাইকোর্ট জানিয়েছে জামিনের শর্ত না মানলে সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত।

অন্তর্বর্তী জামিন

এতদিন অন্তর্বর্তী জামিনে ছিলেন ছিলেন কালীঘাটের কাকু। গত দশ মাস অন্তর্বর্তী জামিনের শর্ত হিসেবে কেন্দ্রীয় ঘেরাটোপে গৃহবন্দি ছিলেন। বেহালার বাড়িতেই ছিলেন। বাইরের কারোর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়নি। এই গৃহবন্দি দশা ঘোচাতে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কালীঘাটের কাকু। প্রাথমিকে নিয়োগকাণ্ডে সুজয়কৃষ্ণের ভূমিকা নিয়ে সিবিআই-র তরফেও তথ্য দেওয়া হয়েছিল হাইকোর্টে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রবিবারের মেট্রোর সময়সূচিতে বড় বদল, খুব সকাল থেকেই শুরু হবে পরিষেরা, দেখুন টাইমটেবিল
দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট! সাত সকালে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছুটল দমকল