Partha Chatterjee: আজ, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
আজ, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। একাধিক মামলায় জামিন পেয়েছেন। আর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান তাহলে পুজোর আগেই তাঁর জেল-মুক্তি - বলা যেতেই পারে।
25
রায় ঘোষণা
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন সংক্রান্ত মামলায় রায় ঘোষণা করবেন। শুনানি গত ১৫ সেপ্টেম্বর শেষ হয়েছিল। রায় সংরক্ষণ করেছিলেন বিচারপতি।
35
পার্থর গ্রেফতারি
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করেছিল ইডি। পরে গ্রেফতার করে সিবিআই। ইডির মামলায় পার্থ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন আগে। তাঁর বিরুদ্ধে নিম্ন আদালতেও একগুচ্ছ মামলা ছিল। সেগুলিতেও তিনি জামিন পেয়েছেন। কাঁটা কলকাতা হাইকোর্টের মামলা।
পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, সোনাদানা উদ্ধার হয়েছিল। প্রচুর সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল। যা হিসেব বহির্ভূত বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের দাবি পার্থ চট্টোপাধ্যায় বেআইনিভাবে চাকরি বিক্রি করে এই সম্পত্তি করেছিলেন। তবে জামিন পেলেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় চার্জশিট পেশ করেছে ইডি ও সিবিআই।