- Home
- West Bengal
- Kolkata
- উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় বাড়ছে, উদ্যোক্তাদের মুখে চওড়া হাসি
উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় বাড়ছে, উদ্যোক্তাদের মুখে চওড়া হাসি
Santosh Mitra Square: নজরকাড়া থিম সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয়। এবারের থিম অপারেশন সিঁদুর। পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পহেলগাঁও হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর।

সন্তোষ মিত্র স্কোয়ার
নজরকাড়া থিম সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয়। এবারের থিম অপারেশন সিঁদুর। পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পহেলগাঁও হামলা থেকে শুরু করে অপারেশন সিঁদুর। কীভাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি- তাই ফুটিয়ে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে।
শুক্রবার উদ্বোধন
আগামিকাল, শুক্রবার দুপুরবেলা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। সবমিলিয়ে ২০-২৫ মিনিট থাকবেন পুজো মণ্ডপে। উদ্বোধন ও প্রতিমাকে পুষ্পার্ঘ অর্পণ করবেন তিনি। সংবর্ধনা গ্রহণ করবেন। তিনি সেখানে ভাষণও করবেন। যদিও উদ্বোধনের আগেই সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় ক্রমশই বাড়ছে।
ভিড়ে ঠাসা সন্তোষ মিত্র স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলেই পরিচিত। রাজ্য়ে যেখন তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের ভিড় সেখানে রীতিমত ব্যতিক্রম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। নজরকাড়া থিম আর আলোর প্রদর্শনীর কারণে এবারও রাজ্যে রীতিমত হট দুর্গাপুজোগুলির তালিকায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। তাই উদ্বোধনের আগে থেকেই ভিড় বাড়ছে।
ভিড় নিয়ে বক্তব্য
বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ভিড় বাড়ৃছে। তা নিয়ে এদিন সজল ঘোষ বলেন, অন্য পুজো টালিনালা হয়ে গেছে। তাদের পুজোয় প্রত্যেকবারের মত এবারও বাড়ছে। পুজোয় ভিড় বাড়ায় রীতিমত আশাবাদী উদ্যোক্তারা। তারা জানিয়েছেন, দর্শনার্থীরা ভালোবাসার টানা সেখানে আসছে।
সন্তোষ মিত্র স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গতবারও শিরোনামে ছিল। পুলিশের নোটিশ পেয়েছিল। গতবার লেজার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছিল। প্রবল ভিড় হয়েছিল। আর সেই ভিড় সামলাতে নাজেহাল হয়েছিল পুলিশ। নোটিশ পাঠিয়েছিল উগ্যোক্তাদের।

