SIR-এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না সিএএ-তে আবেদনের নথি, আদালতে খারিজ জনস্বার্থ মামলা

Published : Nov 10, 2025, 05:01 PM IST

Cal HC On CAA Case: কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেই নাগরিকত্ব নয়। কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেলো সিএএ নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা। কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
আদালতে খারিজ সিএএ মামলা

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলা। সোমবার মামলা খারজি করে দিলো হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের সাফ বার্তা নাগরিকত্বের আবেদন জানানোর নথি কোনও ভাবেই এসআইআর-এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। ফলে খারিজ হয়ে গেল এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলা। 

25
কী দাবি মামলাকারীদের?

সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্টে মামলাকারীদের আইনজীবী মৈনাক বসু বলেন যে, ‘’দেশজুড়ে অন্তত ৫০ হাজার আবেদন পাঠানো হয়েছে। যে আবেদনগুলি পড়ে আছে সেগুলির ভবিষ্যৎ কী? কেন্দ্র হয় বিবেচনা করুক, নইলে বাতিল। অন্তত সিদ্ধান্ত নেওয়া হোক। SIR-এর এনুমারেশন ফর্মে তাঁদের জন্য কোনও বিকল্প রাখাই হয়নি।'' 

35
কী বলছে আদালত?

অবশ্য গোটা বিষয়টি নিয়ে আদালত কোনও মন্তব্য করেনি। আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সাফ বার্তা- এই নিয়ে আদালতের কোনও কাজ নেই। গোটা বিষয়টি নির্বাচন কমিশনই দেখছে। ফলে সোমবার খারিজ হয়ে যায় এসআইআর সংক্রান্ত জনস্বার্থ মামলা। 

45
আদালতে এসআইআর মামলা

সিএএ-তে আবেদনকারীরা যাতে এসআরএর-এর মাধ্যমে সংশোধিত ভোটার তালিকায় নাম তুলতে পারেন, সেই আবেদন জানিয়ে গত শনিবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সিএএ-তে আবেদনের রসিদকে যেন এসআইআর-এ অনুমোদন করা হয়, হাইকোর্টে সেই আবেদন জানায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে  সোমবার এই আবেদনের মামলার শুনানি খারিজ হয়ে যায়। 

55
মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি কী?

মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আদালতে দাবি করা হয়, বহু মানুষ ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদন করেছে। সেই আবেদনের রসিদকে এসআইআর-র ক্ষেত্রে গ্ৰহণযোগ্য নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই আবেদনের রসিদগুলি যদি এসআইআর-এ গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আবেদনকারীরা নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারী আইনজীবী। যদিও সোমবার তা খারিজ হয়ে যায়। 

Read more Photos on
click me!

Recommended Stories