- Home
- West Bengal
- Kolkata
- বিশ্বমঞ্চে কদর বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, জাপান থেকে ডি.লিট সম্মান পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী
বিশ্বমঞ্চে কদর বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, জাপান থেকে ডি.লিট সম্মান পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী
Mamata Banerjee On D.Litt. Award: প্রথমবারের মতো আন্তর্জাতিক ডক্টরেট সম্মানে ভূষিত হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট সম্মান
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রথমবারের মতো এইবার ডি.লিট সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ নভেম্বর ধনধান্য অডিটোরিয়ামে তাকে এই সম্মান প্রদান করা হবে। এর জন্য জাপান থেকে আসছে বিশেষ প্রতিনিধি দল। তারাই মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেবেন।
জাপানের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট সম্মান
নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট সম্মান দিতে চলেছে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি। ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেদিন উপস্থিত থাকবেন কলকাতার আলিপুর ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠানে।
প্রথমবার ডি.লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক ডক্টরেট সম্মান। এর আগে অবশ্য কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি.লিট সম্মান প্রদান করা হয়েছিল। এছাড়াও ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফেও এই সম্মান গ্রহন করেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার এই সম্মান বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও কাছাকাছি কলকাতা-জাপান
মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ডি.লিট সম্মান প্রদান শুধু আন্তর্জাতিক স্বীকৃতিই নয়। বরং পশ্চিমবঙ্গ ও জাপানের সাংস্কৃতিক সেতুবন্ধন আরও মজবুত হতে চলেছে। কারণ, বিগত বছরগুলিতে টোকিওর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে পশ্চিমবঙ্গ। জাপানের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রকল্পে সহযোগিতার ইতিহাসও উল্লেখযোগ্য— যেমন কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (JICA) ভূমিকা রয়েছে। ফলে এককথায় বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এই সম্মান নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বিশ্বমঞ্চে বাড়ছে মমতার পরিচিতি!
মুখ্যমন্ত্রীর এই ডি.লিট সম্মান আন্তর্জাতিক রাজনৈতিক মহলে তাকে আরও জনপ্রিয় করে তুলবে। কারণ, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বিশ্বমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিচিতি বাড়ছে তা বলাই বাহুল্য। ১২ নভেম্বরের ধনধান্যে অনুষ্ঠানের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাডেমিক সম্মানের তালিকায় যুক্ত হবে আরেকটি উজ্জ্বল নাম, জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি।

