News Round-up: এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে ফের ঘূর্ণিঝড়, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 27, 2025, 08:16 PM IST
News Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।

১. সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ কার্যকর করে ২০১৬ সালের অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় ১,৮০৬ জনের নাম রয়েছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির 'অযোগ্য' শিক্ষকদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এসএসসি-র পক্ষ থেকে পক্ষ থেকে ৫৪ পাতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ৫৪ পাতায় 'অযোগ্য' শিক্ষকদের নামের তালিকা প্রকাশ SSC-র, আদালতের নির্দেশে রয়েছে বাবার নামও

২. মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। কিন্তু তাতেও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা কমছে না। কারণ, একটি ঘূর্ণিঝড় শক্তি হারানোর সঙ্গে সঙ্গেই নতুন আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সাগরে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সাগরে তৈরি নতুন আরও একটি ঘূর্ণিঝড়, ধেয়ে আসতে ভারতের দিকে- রইল ডিটওয়া-র সব তথ্য

৩. ২০২২ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়স ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, ২০২২ সালের টেট উত্তীর্ণরা বয়সে ছাড় চেয়ে ২০২৫ সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান। বিচারপতি বিশ্বজিৎ বসু সেই আবেদন খারিজ করে দেন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- প্রাথমিক শিক্ষক নিয়োগে ঝুলে চাকরি প্রার্থীদের ভবিষ্যত! বয়সের ছাড় নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

৪. বৃহস্পতিবার ভারত মহাসাগরে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ঘটেছে, যার ফলে আফটারশকের আশঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের ফলে সুনামি বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- সাবধান! ৫.৩ মাত্রা ভূমিকম্প ভারত মহাসাগরে, রয়েছে আফটারশকের আশঙ্কা

৫. বৃহস্পতিবার নয়াদিল্লিতে চলছে উইমেনস প্রিমিয়ার লিগের নতুন মরসুমের জন্য নিলাম। এরই মধ্যে এই লিগের সূচি প্রকাশ করা হল। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নভি মুম্বই ও ভদোদরায় হবে সব ম্যাচ। ৯ জানুয়ারি হবে উদ্বোধনী ম্যাচ। ৫ ফেব্রুয়ারি ফাইনাল।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: নিলামের মধ্যেই নতুন মরসুমের সূচি ঘোষণা বিসিসিআই-এর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের