লক্ষ লক্ষ টাকার দুর্নীতির 'নাটের গুরু' সন্দীপ ঘোষ, CBI চার্জশিটে আরও এক সরকারি হাসপাতালের দুর্নীতির পর্দাফাঁস

Published : Dec 26, 2024, 04:30 PM ISTUpdated : Dec 26, 2024, 04:35 PM IST

আরজি কর দুর্নীতি-কাণ্ডে কী করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর সাগরেদরার দুর্নীতি করতে তারই চার্জশিট পেশ করেছে। এবার সিবিআই ন্যাশানাল মেডিক্যাল কলেজ দুর্নীতির চার্জশিট পেশ করল। সিবিআই-এর দাবি 'দুর্নীতির ত্রিভুজ' তৈরি হয়েছে। 

PREV
18
সিবিআই-এর চার্জশিট

আরজি কর দুর্নীতি-কাণ্ডের মতই ন্যাশালান মেডিক্যেল কেলেজে দুর্নীতি হয়েছে। চার্জশিটে তেমনই দাবি করেছে সিবিআই। চার্জশিট পেশ করেছে সিবিআই।

28
কাঠগ়ড়ায় সন্দীপ

আরজি করের মতই ন্যাশানাল মেডিক্যাল কলেজের দুর্নীতিতে কাঠগড়ায় রয়েছে সন্দীপ। তারই নেতৃত্ব সমস্ত দুর্নীতি হয়েছে বলেও দাবি করেছে সিবিআই।

38
ন্যাশানালের দায়িত্বে সন্দীপ

২০১৭ সালে সন্দীপ ঘোষ ছিলেন ন্যাশালান মেডিক্যাল কলেজের সুপারিনটেন্ডেন্টট। সেই সময় তাঁর নেতৃত্বেই দুর্নীতি হয়েছে বলে দাবি সিবিআই-এর।

48
চার্জশিটে বাকিরা

সিবিআই-এর চার্জশিটে সন্দীপের দুই সাগরেদ সুমন ও বিপ্লবের নাম রয়েছে। এরা ছিল সরঞ্জাম সরবরাহ সংস্থার প্রধান। এরা আরজি করের আর্থিক দুর্নীতি-কাণ্ডেও যুক্ত ছিল বলে সিবিআই-এর দাবি।

58
বরাত পায়নি

তদন্তকারী সংস্থার চার্জশিট বলছে, ২০১৬-১৭ সালে ন্যাশানাল মেডিক্যাল কলেজে সুমন এবং বিপ্লবের সংস্থা কোনও বরাত পায়নি।

68
বরাত বাড়তে থাকে

সিবিআই-এর চার্জশিট অনুযায়ী,২০১৭-১৮ সালে, যখন সন্দীপ মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সেই সময় বরাত বেড়ে দাঁড়ায় ২ লক্ষ ৩ হাজার ২৮০ টাকা। ২০১৮-১৯, ২০১৯-২০ সালে তা আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। ২০২০-২১ সালে সেই অঙ্কটা গিয়ে পৌঁছয় ৪৫ লক্ষ ৯৩ হাজার ৬১ টাকায়।

78
২০২১ সালে আরজি করে সন্দীপ

২০২১ সালে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়ে আসেন সন্দীপ ঘোষ। তারপর সপন আর বিপ্লবের সংস্থার বরাতের অঙ্কটাও কমতে থাকে।

88
চার্জশিটের তথ্য

সিবিআই সূত্রের খবর ২০২০-২১ সালে এক ধাক্কায় তা নেমে আলে ২১ লক্ষ ৭৩ হাজার ৬০ টাকা। পরের পর আরও কমে যায়। পরের বছর ৩ লক্ষ ১১ টাকার বরাত পেয়েছিল দুই সংস্থা।

click me!

Recommended Stories