কবে থেকে চালু হচ্ছে হাওড়া-সল্টলেক মেট্রো? বদল এল নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটেও! সুখবর যাত্রীদের জন্য

যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়। সৌজন্যে কলকাতা মেট্রো। এবার সল্টলেক-হাওড়া রুট নিয়ে সুখবর। অন্যদিকে, দারুণ বদল এসেছে নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর মেট্রো লাইনেও। জেনে নিন আপডেট।

Parna Sengupta | Published : Dec 26, 2024 1:31 PM
110

ইস্ট-ওয়েস্ট প্রকল্পে এখন একদিকে মেট্রো চলে হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং অন্যদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ।

210

কলকাতা মেট্রো সবথেকে বড় সমস্যা তৈরি হচ্ছিল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় আড়াই কিমি এলাকার কাজ নিয়ে।

310

নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল সরকারিভাবে ঘোষণা করল, বউবাজার চত্বরে টানেল তৈরি কাজ একেবারেই শেষ। বিপর্যয়ের আশঙ্কা এখন একেবারেই নেই তাই বাংলা নববর্ষেই হয়তো চালু হয়ে যেতে পারে এই মেট্রো।

410

হাওড়া থেকে সেক্টর ফাইভ যাওয়া এখন খুবই সহজ হয়ে যাবে এই মেট্রোর দৌলতে।

510

মেট্রো (Kolkata Metro) কর্তারা কিছু পরিবর্তন এনেছেন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ব্লু লাইনেও।

610

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অনেক মেট্রোই যেত না কিন্তু সেই পরিষেবাও চালু হতে চলেছে। কিছু যেত দক্ষিণেশ্বর, কিছু থেমে যেত দমদমে।

710

যাত্রীদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল এবং প্রায় ১৮ মিনিট ধরে অপেক্ষা করতে হতো নোয়াপাড়া, বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো পাবার জন্য।

810

তবে সব ট্রেনেই নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

910

পাশাপাশি, সোম থেকে শুক্রবার নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সারা দিনই মেট্রো চলবে ৭ মিনিট অন্তর।

1010

মেট্রোর বিভিন্ন জায়গার সমস্যার সমাধান হওয়াতে যাত্রীদের সুবিধা হতে চলেছে যাতায়াতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos