RG Kar: সকাল থেকে রাত সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ, টানা ১৩ দিনে ১৩০ ঘণ্টা জেরা প্রাক্তন অধ্যক্ষকে

আরজি কর হাসপাতাল কাণ্ডে এখনও পর্যন্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা ১৩ দিন জেরা করছে সিবিআই। এপর্যন্ত ১৩০ ঘণ্টা জেরাও করা হয়েছে।

 

Saborni Mitra | Published : Aug 29, 2024 3:58 PM IST / Updated: Aug 29 2024, 09:29 PM IST

110
আরজি কাণ্ডে জেরা

বৃহস্পতিবারও আরজি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা হয়েছে। নিত্যদিনও সকাল থেকে রাত পর্যন্ত সন্দীপের কাটে সিবিআই দফতরে।

210
টানা ১৩ দিন জেরা

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত ১৫ অগাস্ট থেকে শুরু করেছে সিবিআই। ১৪ দিন ধরে তদন্ত করেছে সিবিআই। তারমধ্যে ১৩ দিনই জেরা করেছে সিবিআই

310
সকাল থেকে রাত- জেরা

টানা ১৩ দিনের মধ্যে ১২দিনই সকাল থেকে রাত পর্যন্ত সিবিআই দফতরে থাকতে হচ্ছে। সূত্রের খবর দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁকে।

410
১৩০ ঘণ্টা জেরা

সিবিআই সূত্রের খবর এই নিয়ে এখনও পর্যন্ত প্রায় ১৩০ ঘণ্টা জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে।

510
রাস্তা থেকে তুলে জেরা

প্রথম দিন অর্থাৎ ১৬ অগাস্ট সন্দীপকে সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেখানেই গভীর রাত পর্যন্ত জেরা করে। তারপর থেকে নিত্যদিনই সিজিওতে হাজিরা দিতে হচ্ছে সন্দীপকে।

610
সন্দীপের পলিগ্রাফ টেস্ট

ইতিমধ্যেই কোর্টের আদালতের অনুমতি নিয়ে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। কিন্তু সেই সেই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে সিবিআই।

710
সঞ্জয়কে জেরা

চিকিৎসক তরুণী খুন ও ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়কেই গ্রেফতার করেছে সিবিআই। তাকেও দফায় দফায় জেরা করা হয়েছে।

810
সন্দীপ ও সঞ্জয়কে মুখোমুখি জেরা

এখনও জানা যায়নি সন্দীপ আর সঞ্জয়কে মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করেছে কিনা। তবে দুইজনকে আলাদা আলাদা জেরা করা হচ্ছে।

910
আর্থিক তছরুপের তদন্ত

সিবিআই সন্দীপের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তও করছে। প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কোর্টের নির্দেশে সেই তদন্তেও সিবিআই-এর হাতে।

1010
মর্গে সিবিআই

বৃহস্পতিবার সিবিআই যখন সন্দীপকে সিজিওতে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সেই সময়ই নিজাম প্যালেস থেকে সিবিআই -এর পাঁচ সদস্য আরজি করের মর্গে যায় আর্থিক কেলেঙ্কারির তদন্তে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos