গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। এখনও চলছে সেই ঘটনার তদন্ত।
210
চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্রে করে বারে বারে শিরোনামে এসেছে আরজিকর। এই ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও বেশ কিছু তথ্য।
310
এই ইস্যুতে এবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি পাঠান সিবিআই। জানতে চাওয়া হয়েছে, দুর্নীতিতে জড়িতরা কেন এখনও পদে বহাল।
410
আরজি কর কাণ্ডের রেশ ধরে একাধিক তথ্য সামনে এসেছে। স্বাস্থ্যভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, ক্যান্টিন, ক্যাফে, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হত। সেখানে বেআইনি ভাবে টেন্ডার পেতেন সন্দীপ ঘনিষ্ঠরা।