প্রতিবাদের আগুনে জনস্রোত ধর্মতলায়! শহরের বুকে ঐতিহাসিক 'দ্রোহের কার্নিভাল', দেখুন ছবিতে

কল্লোলিনী কলকাতায় ইতিহাস। ‘তিলোত্তমা’-র বিচার এবং জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’কে সংহতি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেওয়া হয়েছে।একাধিক সংগঠন ছাড়াও বহু সাধারণ মানুষ যোগ দিয়েছেন এই ঐতিহাসিক কর্মসূচিতে।  

Subhankar Das | Published : Oct 15, 2024 12:18 PM IST / Updated: Oct 16 2024, 12:03 AM IST
110
দ্রোহের আগুনে সরে গেল ব্যারিকেড

কার্যত জনস্রোত ধর্মতলায়। মহানগরীর রাস্তায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রতিবাদ। 

210
দূরদূরান্ত থেকে মানুষ আসছেন

স্লোগানে, গানে এবং নাচে মুখর রাজপথ।

310
মানুষের গলায় শিকল ভাঙার গান

প্রতিবাদের এই মিছিলে শামিল হয়েছেন প্রতিবাদী জনতা। 

410
আন্দোলনকারীরা ওড়ালেন কালো বেলুন

জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি এবং তাদের ‘আমরণ অনশন’-কে সমর্থন জানিয়ে চলছে ‘দ্রোহের কার্নিভাল’। সেইসঙ্গে, সবার গলায় একটাই দাবি, ‘তিলোত্তমা’-র বিচার চাই। 

510
একজন আন্দোলনকারী বললেন,

“এর চেয়ে বড় কার্নিভাল আর কিছু হয় না। মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল আমাদের কার্নিভালে আসা।”

610
ঢাক বাজছে এবং সেই ঢাকের তালে তালে নাচছে জনতা

কার্যত, পুজোর কার্নিভালকে টক্কর দিচ্ছে ‘দ্রোহের কার্নিভাল’। 

710
ঢাকের তালে চলছে স্লোগান

স্লোগান উঠছে, ‘শাসক থাকবে কতক্ষণ, শাসক যাবে বিসর্জন’।

810
দেখা যাচ্ছে কুশপুতুলও

দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলছে প্রতিবাদী জনতা। ইতিহাস তৈরি হচ্ছে কলকাতায়।  

910
পুলিশের সঙ্গে বচসা

আচমকাই মানববন্ধনের মাঝে ঢুকে পড়ে বেশ কয়েকটি গাড়ি। আর এরপরেই শুরু হয় বচসা। ডিসি সেন্ট্রাল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, মানববন্ধন কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ইচ্ছে করেই এমনটা করা হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

1010
শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে 'দ্রোহের কার্নিভালে'

প্রতিবাদী জনতা মঙ্গলের বিকেলে কোনও বাধাই মানেনি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos