প্রতিবাদের আগুনে জনস্রোত ধর্মতলায়! শহরের বুকে ঐতিহাসিক 'দ্রোহের কার্নিভাল', দেখুন ছবিতে
কল্লোলিনী কলকাতায় ইতিহাস। ‘তিলোত্তমা’-র বিচার এবং জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’কে সংহতি জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেওয়া হয়েছে।একাধিক সংগঠন ছাড়াও বহু সাধারণ মানুষ যোগ দিয়েছেন এই ঐতিহাসিক কর্মসূচিতে।
Subhankar Das | Published : Oct 15, 2024 12:18 PM IST / Updated: Oct 16 2024, 12:03 AM IST
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি এবং তাদের ‘আমরণ অনশন’-কে সমর্থন জানিয়ে চলছে ‘দ্রোহের কার্নিভাল’। সেইসঙ্গে, সবার গলায় একটাই দাবি, ‘তিলোত্তমা’-র বিচার চাই।
একজন আন্দোলনকারী বললেন,
“এর চেয়ে বড় কার্নিভাল আর কিছু হয় না। মুখ্যমন্ত্রীর উচিৎ ছিল আমাদের কার্নিভালে আসা।”
দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলছে প্রতিবাদী জনতা। ইতিহাস তৈরি হচ্ছে কলকাতায়।
পুলিশের সঙ্গে বচসা
আচমকাই মানববন্ধনের মাঝে ঢুকে পড়ে বেশ কয়েকটি গাড়ি। আর এরপরেই শুরু হয় বচসা। ডিসি সেন্ট্রাল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, মানববন্ধন কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ইচ্ছে করেই এমনটা করা হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে 'দ্রোহের কার্নিভালে'