চার দশকের কেরিয়ারের অবসান, অবসর নিচ্ছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান মিগ-২১
Mig-21 Farewell: ভারতীয় বায়ুসেনার ইতিহাসে আজ মনখারাপের দিন। কারণ, দীর্ঘ প্রায় চার দশক পর আজ অবসর নিতে চলেছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ-২১। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

অবসর নিচ্ছে মিগ-২১
অবশেষে আসন্ন বিদায়বেলা। ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান আইকনিক মিগ-২১ আজ শেষবারের মতো উড়বে। ভারতের সামরিক বিমানের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় রচনা করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের (IAF) আইকনিক যুদ্ধবিমান মিগ-২১। দেশের প্রথম সুপারসনিক ফাইটার এবং ইন্টারসেপ্টর এই বিমানটি ১৯৬০-এর দশকে প্রথম অন্তর্ভুক্ত হয়। আজ, সেই ঐতিহ্যবাহী বিমানটি অবশেষে বিদায় নিতে চলেছে। এই ফাইটার জেটটি ভারতীয় বিমানবাহিনীর দীর্ঘদিনের পরিষেবায় নিজের দক্ষতা প্রমাণ করেছে এবং বহু গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছে। মিগ-২১-এর এই শেষ উড়ান সামরিক ইতিহাসের একটি যুগের সমাপ্তি ঘোষণা করবে।
চণ্ডীগড়ে বিদায় অনুষ্ঠান
সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি। ৬২ বছরের দীর্ঘ পরিষেবা শেষে ঐতিহাসিক জেটের বিদায় জানাতে চণ্ডীগড়ে আয়োজন করা হয়েছে এক জমকালো বিদায় অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে থাকবেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় নেতৃত্ব, দেশের জন্য লড়াই করা প্রবীণ সৈনিক (ভেটারানস) এবং সেই জেটের সঙ্গে সংশ্লিষ্ট সেনা কর্মীদের পরিবারবর্গ।
মিগ-২১ নিয়ে রাজনাথের বার্তা
ভারতীয় বায়ুসেনার সর্বকালের সেরা যুদ্ধবিমান মিগ-২১ এর অবসর নিয়ে আবেগঘন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন সকালে একটি টুইট বার্তায় তিনি বলেন, ‘’আজ, ২৬শে সেপ্টেম্বর, আমি চণ্ডীগড়ে থাকব। ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ এর ডিকমিশনিং অনুষ্ঠানে যোগ দেব। অধীর আগ্রহে অপেক্ষা করছি।" অবসর অনুষ্ঠানে থাকবে মিগ-২১ (MiG-21), জাগুয়ার (Jaguar) এবং সূর্যকিরণ অ্যারোব্যাটিক দল (Suryakiran aerobatic team)-এর এক জমকালো ফ্লাইপাস্ট (Flypast)। এই আইকনিক যুদ্ধবিমানগুলি 'বাদল' এবং 'প্যান্থার' ফর্মেশনের নেতৃত্ব দেবে। এয়ার চিফ মার্শাল এপি সিং নিজে স্কোয়াড্রন লিডার প্রিয়া শর্মা-র সঙ্গে 'বাদল' ফর্মেশনে বিমান উড়িয়ে অনুষ্ঠানে যোগ দেবেন।
বিদায়ী বিমানগুলিকে 'ওয়াটার ক্যানন স্যালুট
মিগ-২১ (MiG-21) এবং জাগুয়ার (Jaguar)-এর মধ্যে প্রদর্শিত ডগফাইট বা আকাশযুদ্ধের দৃশ্য ২০১৯ সালের বালাকোট বিমান হামলায় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ নিয়ে যুদ্ধ করার স্মৃতি ফিরিয়ে আনবে। এছাড়াও বিমানবাহিনীর প্রধান বিদায়ী জেটগুলির Form 700 লগবুক প্রথা মেনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর হাতে তুলে দেবেন—যা একটি যুগের সমাপ্তি ঘোষণা করবে। এছাড়া বিদায়ী বিমানগুলিকে 'ওয়াটার ক্যানন স্যালুট' দেওয়া হবে।
সঙ্ঘাতের ময়দানে মিগ-২১
ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে মিগ-২১ (MiG-21) একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯৬৩ সালে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এই যুদ্ধবিমানটি একাধিক সংঘাতে মুখ্য ভূমিকা পালন করেছে। এর কার্যকারিতা এবং ঐতিহাসিক তাৎপর্য একে এক কিংবদন্তির মর্যাদা দিয়েছে।

