সপ্তাহের শুরুতেই নাগালে মাংসের দাম, সোমবার কতয় বিকোচ্ছে চিকেন ও মাটন? জানুন

সাধারণ মানুষের নাগালে পাঁঠার মাংসের দামও। তবে আকাশ ছোঁয়া দাম মাছের বাজারে। রুই থেকে চিংড়ি, পাবদা চড়ছে সবেরই দাম।

সপ্তাহের শুরুতে স্বস্তি দিচ্ছে মাংসের দাম। সোমবার বিশেষ বাড়ল না মুরগির মাংসের দাম। অন্যদিকে শীতের শুরু থেকেই স্বস্তি দিচ্ছে সবজির দাম। তবে বেশ কয়েকদিনের মতো আজও বাজারে আম জনতার হাত পুড়ছে মাছের বাজারে। সপ্তাহের শুরুতেই বিশেষ বাড়ল না মুরগির মাংসের দাম। অন্যদিকে কয়েকদিন আগেই ৭ টাকা থেকে বেড়ে ডিমের দাম দাঁড়িয়েছে সাড়ে সাত টাকায়। সাধারণ মানুষের নাগালে পাঁঠার মাংসের দামও। তবে আকাশ ছোঁয়া দাম মাছের বাজারে। রুই থেকে চিংড়ি, পাবদা চড়ছে সবেরই দাম।

সোমবার বাজারে দাম চড়ল মাছের। অন্যদিকে স্বস্তি দিচ্ছে মাংসের দাম। আজ চিকেনের দাম দাঁড়াল ১৮৫ টাকা থেকে ২০০ টাকা কেজিতে। গোটা মুরগি বিকোচ্ছে ১৩৫ থেকে ১৪২ টাকা কেজিতে। আবার মাটনের দাম দাঁড়াল ৬৯০ থেকে ৭৫০ টাকা কেজিতে। অন্যদিকে আকাশ ছোঁয়া দাম মাছের। রুই, কাতলা বিকোচ্ছে ২০০ টাকার উপর। আবার কই, চিংড়ি পাবদা ছুঁয়েছে ৩০০-৪০০ টাকা। দাম বেড়েছে ডিমেরও। দু'দিন আগেই ডিমের দাম সাত টাকা থেকে বেড়ে সাড়ে সাত টাকায় দাঁড়িয়েছে।

Latest Videos

আজ কতয় বিকোচ্ছে মাংস?

অন্যদিকে স্বস্তি দিচ্ছে সবজির দামও। ১০ থেকে ১৫ টাকার মধ্যে মিলছে ফুলকপি বাঁধাকপি। মটরশুটিও ৫০ টাকা কেজি। গাজর ৪০ টাকা কেজি। টমেটো, বরবটি ১০ টাকা আঁটি।

আরও পড়ুন - 

ভ্যালেন্টাইন্স ডে-এর আগে আচমকাই পারদ পতন, এক ধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে নামল শহরের তাপমাত্রা

ডিএ বিক্ষোভের জেরে বন্ধ হতে চলেছে রাজ্য সরকারি অফিসের কাজ? বড় ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের

বইমেলা উপলক্ষ্যে চলবে বাড়তি মেট্রো, কমবে দুই মেট্রোর মাঝের ব্যবধানও

Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News