কী করতে তারা শহরে এসেছিলেন? খাস কলকাতা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক

শহরের বুকে গ্রেফতার বাংলাদেশি (Bangladesh) নাগরিক। কলকাতার (Kolkata) আনন্দপুর থেকে আটক করা হল বাংলাদেশের দুই নাগরিককে।

Subhankar Das | Published : Jul 22, 2024 12:07 PM IST

শহরের বুকে গ্রেফতার বাংলাদেশি (Bangladesh) নাগরিক। কলকাতার (Kolkata) আনন্দপুর থেকে আটক করা হল বাংলাদেশের দুই নাগরিককে।

পুলিশ (Police) সূত্রে জানা যাচ্ছে, বেআইনিভাবে বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন তারা। রবিবার, আনন্দপুরের ভৌমিক মার্বেলের কাছে চারজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ।

Latest Videos

তারপর সেই চারজনকে একটি গাড়ি সহ আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে দুজন বাংলাদেশি। অন্য দুজন নদিয়ার (Nadia) বাসিন্দা। পুলিশের ধারণা, হয়ত কোনও অপরাধের ছক কষছিলেন ঐ চারজন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিজান শেখ, রুবেল শেখ, রাহুল শেখ এবং সবুজ কুণ্ডু। এর মধ্যে ৩৮ বছরের মিজান এবং ২৭ বছরের রুবেল বাংলাদেশের রাজবাড়ির বাসিন্দা। সবুজ এবং ২৭ বছরের রাহুল থাকেন নদিয়ার নাকাশিপাড়ায়। রবিবার, দুপুর ২টো নাগাদ পুলিশ জানতে পারে যে, ভৌমিক মার্বেলের কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছেন এই চার জন যুবক। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে দেখতে পায় এবং তাদের সঙ্গে ছিল একটি গাড়ি।

পুলিশের বক্তব্য, ধৃত চারজন নিজের পরিচয় দিয়েছেন। তবে বাংলাদেশের দুই নাগরিক কোনও বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। কার্যত স্বীকার করে নিয়েছেন যে, বেআইনিভাবেই বাংলাদেশ থেকে এই দেশে প্রবেশ করেছেন তারা। আনন্দপুর থানার পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নরেন্দ্রপুর (Narendrapur) থানার অন্তর্গত সুকান্তপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকছিলেন ঐ চার জন।

দীপক মাঝি নামে এক ব্যক্তির থেকে ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন অরিজিৎ দাস। তিনিই নাকি অভিযুক্ত এই চারজনকে ভাড়াবাড়িতে থাকার ব্যবস্থা করে দেন বলে অভিযোগ সামনে এসেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
'স্বাস্থ্যে দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন?' প্রশ্ন তুলে মমতাকে আক্রমণ Sukanta-র | RG Kar
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ