বাম আমল থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। কিন্তু এতদিন তাঁর বিরুদ্ধে কোনও কেলেঙ্কারির অভিযোগ ছিল না। এবার গুরুতর অভিযোগ উঠল।
নিজের বাড়িতে এক মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে সাসপেন্ড হলেন সিপিআইএম নেতা, প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তিনি এক মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েন বলে অভিযোগ। ওই মহিলা সাংবাদিকই ফেসবুক লাইভে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এরপরেই সিপিআইএম থেকে সাসপেন্ড হলেন তন্ময়। তাঁকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বামপন্থী দলগুলির পাশাপাশি অন্যান্য দলগুলিতেও এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, শ্লীলতাহানির অভিযোগ সত্যি হলে তন্ময়কে গ্রেফতার করা হোক। রাজ্য সিপিআইএম নেতারাও তন্ময়ের বিরুদ্ধে সরব.
ঠিক কী ঘটেছিল?
ফেসবুক লাইভে মহিলা সাংবাদিক অভিযোগ করেছেন, তিনি রবিবার সকালে তিনি তন্ময়ের সাক্ষাৎকার নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সাক্ষাৎকার শুরু হওয়ার আগেই তাঁর কোলে বসে পড়েন এই বামপন্থী নেতা। এর আগেও তাঁর সঙ্গে রসিকতা করার সময় তন্ময় মাত্রা ছাড়িয়ে গিয়েছেন বলে দাবি করেছেন এই মহিলা সাংবাদিক। তাঁর আরও দাবি, রবিবার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তন্ময়। এই কারণেই তিনি সবার সামনে এই ঘটনা তুলে ধরছেন। এই অভিযোগের পরেই কড়া ব্যবস্থা নিল সিপিআইএম।
অভব্য আচরণের অভিযোগ অস্বীকার তন্ময়ের
সাসপেন্ডেড সিপিআইএম নেতা তন্ময়ের দাবি, তিনি ওই মহিলা সংবাদিককে মা বলেন। তাঁর সঙ্গে বরাবরই ঠাট্টা-ইয়ার্কি করেন। এদিনও সেরকমই করেছিলেন। তাতেই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হল। তবে এই অভিযোগ অস্বীকার করলেও, দলকে পাশে পাচ্ছেন না তন্ময়। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন সুজন চক্রবর্তী। সেলিমও কড়া ব্যবস্থার কথা জানিয়েছেন। বরানগর থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ফলে বিপাকে এই বামপন্থী নেতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চলন্ত বাসে মহিলার শ্লীলতাহানি, ভয়ঙ্কর কাণ্ড রুবি মোড়ের কাছে, গ্রেফতার যুবক
কোচিং থেকে ফেরার পথে কিশোরীকে অপহরণ, শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ হুগলিতে
ই এম বাইপাসে আর জি করের ঘটনার প্রতিবাদে মানব বন্ধন, পাশেই হোটেলে সঙ্গীতশিল্পীর শ্লীলতাহানি